দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা র রাজা ছিলেন। বর্তমান ভারতের গুজরাট প্রদেশে জামনগর জেলার গোমতি নদীর তীরে দ্বারকা নগরী অবস্তিত এবং এখানে প্রায় ৮০০ বছর আগে নির্মিত ৫৭ মিটার উঁচু কৃষ্ণ মন্দির আছে। এটাই সমস্থ সন্যাসীদের কাছে দ্বারকা বলে স্বীকৃত ( আর্য ও আর্য ১৯৯৪)। অন্যদিকে মহাভারতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কতৃক প্রতিষ্টিত দ্বারকা সাগরে নিমজ্জিত হয়েছিল। এই মহাকাব্যের পরিশিষ্ট অংশ হরিবংশে বলা হয়েছে -এই সমৃদ্ধ নগরী ভারতের পশ্চিম উপকুলে যেখানে গোমতী এসে সাগরে মিলেছে সেখানে অবস্থিত। ... বিস্তারিত