n কালিগঞ্জে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জাকরণে ব্যস্ত ভাস্কর - 30 September 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Saturday
23-11-2024
7:04 PM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 19
    Guests: 19
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » September » 30 » কালিগঞ্জে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জাকরণে ব্যস্ত ভাস্কর Added by: DharmaJuddha
    0:06 AM
    কালিগঞ্জে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জাকরণে ব্যস্ত ভাস্কর
    এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আর মাত্র ৫ দিন বাকি। আগামী ২ অক্টোবর দেবীর বোঁধন, আমন্ত্রন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দূর্গোৎসব। দুর্গা পূজাকে কেন্দ্র করে কালিগঞ্জের সর্বত্র দেখা দিয়ে উৎসবের আমেজ। উপজেলার অধিকাংশ পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। শেষ মুহূর্তে রঙ-তুলির পরশ দেয়ার পাশাপাশি চলছে প্রতিমার সাজসজ্জাকরণ।
    বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন জানান, উপজেলার ১২ টি ইউনিয়নে ৪৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৬ টি সার্বজনীন এবং ২ টি ব্যক্তিগত। গতবারের চেয়ে এবার দু’টি পূজামন্ডপ বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে সর্বাধিক ৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মাত্র দু’টি করে পূজা মন্ডপ হয়েছে কৃষ্ণনগর, নলতা ও তারালী ইউনিয়নে। কৃষ্ণনগর ইউনিয়নের ২ টি পূজা মন্ডপ হলো কৃষ্ণনগর বাজার সার্বজনীন দুর্গা মন্দির ও নেঙ্গী সার্বজনীন দুর্গা মন্দির। বিষ্ণুপুর ইউনিয়নের ৮ পূজা মন্ডপ হলো জয়পত্রকাটি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, কোমরপুর সার্বজনীন দুর্গা মন্দির, বিষ্ণুপুর বাবুর বাড়ি (ব্যক্তিগত), বিষ্ণুপুর উদয়বাবুর বাড়ি, জয়পত্রকাটি পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, পারুলগাছা সার্বজনীন দুর্গা মন্দির, নস্কার কান্দা হরিপদ বাবুর বাড়ি ও বন্দকাটি সার্বজনীন দুর্গা মন্দির। চাম্পাফুল ইউনিয়নের ৬ পূজা মন্ডপ হলো কালীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, সাইহাটি সার্বজনীন দুর্গা মন্দির, ঘুশুড়ি হরিসভা (পুরাতন) সার্বজনীন দুর্গা মন্দির, ঘুশুড়ি সার্বজনীন হরিসভা, কুমার খালী ভূপেন্দ্র নাথ বাবুর বাড়ি ও থালনা মিলন মন্দির। দক্ষিণশ্রীপুর ইউনিয়নের ৩ পূজা মন্ডপ হলো গোবিন্দকাটি সার্বজনীন দুর্গা মন্দির, উত্তর শ্রীপুর সাঁড়াতলা সার্বজনীন দুর্গা মন্দির, টোনা বাঁশদহা ও বেড়াখালী সার্বজনীন দুর্গা মন্দির। কুশলিয়া ইউনিয়নের ৭ পূজা মন্ডপ হলো বাজারগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির, মহৎপুর সার্বজনীন দুর্গা মন্দির, ভদ্রখালী সার্বজনীন দুর্গা মন্দির, গোবিন্দপুর সার্বজনীন দুর্গা মন্দির, কুশলিয়া রথখোলা দুর্গা মন্দির, পিরোজপুর সার্বজনীন দুর্গা মন্দির ও বাজারগ্রাম পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গা মন্দির।নলতা ইউনিয়নের ২ টি পূজা মন্ডপ হলো নলতা কালীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির ও নলতা চৌমুহনী সার্বজনীন দুর্গা মন্দির। তারালী ইউনিয়নের ২ পূজা মন্ডপ হলো কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির ও কালিগঞ্জ বাজার সার্বজনীন দুর্গা মন্দির। ভাড়াশিমলা ইউনিয়নের ৩ পূজা মন্ডপ হলো ভাড়াশিমলা সার্বজনীন দুর্গা মন্দির, পূর্ব নারায়নপুর সার্বজনীন দুর্গা মন্দির ও সাদপুর সার্বজনীন দুর্গা মন্দির। মথুরেশপুর ইউনিয়নের ৫ পূজা মন্ডপ হলো চিংড়া সার্বজনীন দুর্গা মন্দির, উজায়মারী সার্বজনীন দুর্গা মন্দির, দেয়া সার্বজনীন দুর্গা মন্দির, মথুরেশপুর রায়ের হাটখোলা ও বসন্তপুর সার্বজনীন দুর্গা মন্দির। ধলবাড়িয়া ইউনিয়নের ৪ পূজা মন্ডপ হলো রঘুরামপুর সার্বজনীন দুর্গা মন্দির, ড্যামরাইল ক্লাব, ডিএমজি ক্লাব দুর্গা পূজা ও ড্যামরাইল সুধান্য বাবুর বাড়ি। রতনপুর ইউনিয়নের ২ পূজা মন্ডপ হলো কাটুনিয়া রাজবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির ও সাতহালিয়া সার্বজনীন দুর্গা মন্দির। মৌতলা ইউনিয়নের ৪ পূজা মন্ডপ হলো পরমানন্দকাটি সার্বজনীন দুর্গা মন্দির, নামাজগড় সার্বজনীন দুর্গা মন্দির, লক্ষীনাথপুর সার্বজনীন দুর্গা মন্দির ও লক্ষীনাথপুর চিত্বরঞ্জন মন্ডলের বাড়ি (ব্যক্তিগত)। , বিষ্ণুপুর উদয়বাবুর বাড়ি, লক্ষীনাথপুর সার্বজনীন দুর্গা মন্দির, গোবিন্দকাটির ২ টি মন্ডপে বৃহৎ পরিসরে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কালিগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব জানান, অধিকাংশ পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন প্রতিমার সাজসজ্জা সহ প্যান্ডেল ও আনুসাঙ্গিক কার্যক্রম চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গত বছর প্রতিটি মন্ডপে সরকারের পক্ষ থেকে ১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল। চলতি বছর প্রতিটি মন্ডপে ৪ শ’ ৫৪ কেজি চাল বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছর সাতক্ষীরা জেলায় মোট ৫ শ’ ৩১ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে তালা উপজেলায় সর্বাধিক ১৬৭ টি, সাতক্ষীরা সদর উপজেলায় ৯৯ টি, আশাশুনি উপজেলায় ৯৮ টি, শ্যামনগরে ৬২ টি, কালিগঞ্জে ৪৮ টি, কলারোয়ায় ৩৯ টি এবং দেবহাঁটায় ১৮ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দেবী দুর্গা আসছেন গজে এবং যাবেন দোলা’য়। এদিকে শেষ মুহূর্তে জমে উঠেছে পূজার বাজার। উপজেলার প্রসিদ্ধ বিপনীবিতান, কসমেটিক্স ও জুতার দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সর্বোপরি উপজেলার সর্বত্র শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি চলছে জোরেশোরে।
    Views: 663 | Added by: DharmaJuddha | Rating: 5.0/1
    Total comments: 0
    Only registered users can add comments.
    [ Registration | Login ]