পঞ্চমহাতত্ত্ব, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্ম ইন্দ্রিয় এই মোট পনের এবং প্রকৃতি তিনটি আর ছয়টি রিপু আর ভক্তি এই মোট দশ সব মিলিয়ে পচিশ। এদের কে এক সাথে বলে পঞ্চবিংশতি তত্ত্ব।
কাম_নারী-পুরুষের অবাধ ও অবৈধ যৌনাচারকে বোঝানো হয়েছে। ক্রোধ-রাগ_এর ফলে মারামারি, খুন জখম ইত্যাদি ঘটে। লোভ_প্রয়োজনের অতিরিক্ত চাওয়া এবং পাওয়ার জন্য যেকোনো অপরাধ সংঘটিত করা। মোহ_সংসার-ধর্ম পালন করতে গিয়ে স্ত্রী-পুত্র, ধন-সম্পদের মোহাবরণে আবদ্ধ হয়ে পড়া। মদ_অহংকার, অহেতুক দেমাগ, গর্ববোধ করা, সম্মানের প্রতি লালায়িত হয়ে পড়া ইত্যাদি। মাৎসর্য_পরশ্রীকাতরতা, ভালো দেখতে না পারা, অপরের ক্ষতি করা ইত্যাদি।