মন্দির ভেঙে হাসপাতাল : আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে হাইকোর্টে তলব - 11 August 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম
Hinduism Site
Main » 2011»August»11 » মন্দির ভেঙে হাসপাতাল : আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে হাইকোর্টে তলব
Added by: নামহীন
7:10 PM
মন্দির ভেঙে হাসপাতাল : আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে হাইকোর্টে তলব
১১ আগস্ট (রেডিও তেহরান): নওগাঁয় কালীমন্দির ভেঙে হাসপাতাল নির্মাণের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিলকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ আগস্ট সকাল ১০টার মধ্যে মন্দির ভাঙার কারণ ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত মন্দির ভাঙার ফলে কি পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে তা ওই সময়ের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে জেলা প্রশাসককেও নির্দেশ দেন। এর আগে গত ৮ আগস্ট সকালে আদালত এক নির্দেশনায় আব্দুল জলিলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে আদালত আদেশ সংশোধন করে জলিলের আদালতে হাজির হওয়ার নির্দেশ বাতিল করেন। এ সময় আদালত ব্যাংকটির ব্যাপস্থাপনা পরিচালক (এমডি) একেএম শহিদুল হক, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মোজাফফর হোসেন এবং সংশ্লিষ্ট জেলার মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস এম জাকিরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তারা হাইকোর্টে হাজির হন। গত ২৭ জুলাই কয়েকটি জাতীয় দৈনিকে নওগাঁয় কালী মন্দির ভেঙে মার্কেন্টাইল ব্যাংকের চ্যারিটি হাসপাতাল নির্মাণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে এলে আদালত স্বপ্রণোদিত রুলনিশি জারি এবং নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ওই ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপককে তলব করেন। #