n পৃথিবীর সব চেয়ে উচু মন্দির- ইসকন মায়াপুর /////////////১ - 28 July 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Saturday
23-11-2024
7:32 PM
Login form
Search
Calendar
«  July 2011  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 34
    Guests: 34
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » July » 28 » পৃথিবীর সব চেয়ে উচু মন্দির- ইসকন মায়াপুর /////////////১ Added by: rajendra
    10:07 AM
    পৃথিবীর সব চেয়ে উচু মন্দির- ইসকন মায়াপুর /////////////১
    ৩৫ তলা বাড়ির সমান উচু মায়াপুর ইসকন মন্দির হল পৃথিবীর সব চেয়ে উচু হিন্দু মন্দির। আসুন দেখে নেই এই মন্দির- জেনে নেই কি কি আছে এতে।

    স্থাপত্যের নিদর্শন হিসেবে ভারতের স্থাপত্যরীতি বরাবর ধর্মীয় ভাবধারায় তার অবস্থান জানান দিয়েছে। আর পৃথিবীর সব চাইতে উচু এই মন্দির জানান দিয়েছে যে সে মিসরের পিড়ামিডের চাইতে  ও অনেক অনেক উচু।

    আমেরিকার এ এফ বই ফাউন্ডেশনের আলফ্রেড বুশ ফল্ড এই মন্দির করতে ৬০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন।




    বৈদিক গ্রাম ইসকন মায়াপুরের সাইট প্লান



    আলফ্রেড আরও জানান যে এই মন্দির ২০২০ সালে কাজ শেষ হবার পর পৃথিবীর সবচাইতে বিশাল মন্দির হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এটা দেখার জন্য দুরদুরান্ত থেকে মানুষ ছুটে আসবে এখানে।

    মায়াপুর ইসকনের ত্রিমাতৃক মডেল


    এই মন্দির প্রায় ২২ একর ভুমির উপর অবস্থিত হবে। যখন এটা স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয় তখন মায়াপুর প্রজেক্ট সোসাইটি নামে একটি চ্যারিট্যাবল বডি গঠন করা হয় যারা এই প্রজেক্টের জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করে। এ বি এফ এর ডিরেক্টর আরও বলেন এই ২০ একর গ্রামের মাঝে থাকবে সকল হাঊজিং সুবিধা সমুহ যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।



    মায়াপুর ইসকনের স্থাপত্য রীতি

    মায়াপুর ইসকন উত্তর ভারতীয় নাগারা এবং অরিসসার কলিংগ মন্দির গুলোর স্থাপত্য রীতি অনুসারে ডিজাইন করা হয়েছে। এটাতে তিনটি ডোম আছে যা মন্দিরটি অনেক দূর থেকে প্রতিয়মান হওয়ার সাক্ষ বহন করে।


    প্রথমেই থাকবে এক্সিভিশন হল। এখানে একটি প্লানেটেরিয়াম ও থাকবে। এই এক্সিভিশন হল নয় তলা উচ্চতার হবে যা সব চাইতে ছোট স্ট্রাকচার হবে।

    দ্বিতীয় স্ট্রাকচারটা হবে কীর্তন হল। এটি আঠারো তলা উচ্চতা বিশিষ্ট হবে।এর মাঝে থাকবেন শ্রীল প্রভুপাদ স্বয়ং।




    তৃতীয় স্ট্রাকচার হল এর শিখারা বা শিখর এটি প্রায় ৩৫ তলা সমান উচু হবে। এতেই থাকবে মন্দিরের মূল অংশ।


    মন্দিরের উচ্চতাঃ


    খাজুরাহর মন্দিরের সাথে  উচ্চতার  ভিন্নতা (১১ শতক)


    তাজমহ্লের সাথে উচ্চতার ভিন্নতা (১৭ শতক) 


    ইস্তাম্বুলের হেগা সোফিয়ার সাথে উচ্চতার ভিন্নতা ( ৬ষ্ট শতক)


    সেন্ট পলস এর সাথে উচ্চতার ভিন্নতা ( ১৭ শ শতক)


    রোমের সেন্ট পিটার এর সাথে উচ্চতার ভিন্নতা ( ১৭ শ শতক)


    গিজার পিড়ামিডের এর সাথে উচ্চতার ভিন্নতা ( ৩২০০ খ্রীষ্ট পূর্বাব্দ )

    —–==–=–==—–

    কন্সট্রাকশনের ব্যাবহৃত ম্যাটেরিয়েলস


    এই কমপ্লেক্স এ কোন স্টিল ব্যাবহৃত হবেনা। গঙ্গার মাটি থেকে বানানো ইটের দেয়াল দিয়ে এই উচ্চতা তৈরি করা হবে।বাংলার আদি স্থাপত্য সমুহ এই মাটি দিয়েই বানানো হত। তাই স্থপতি এখানে সেই পুরাতন স্থাপত্য রীতি ই ব্যাবহার করবেন।


    http://img178.imageshack.us/img178/7865/t8fj4.jpg

    মন্দিরটি গঙ্গা থেকে থেকে ৫ মিটার উচ্চতায় বানানো হবে।মাটিতে থাকবে ২.৫ মিটার পুরু কনক্রিট স্লাব যা ৪ এক্র জায়গা জুড়ে থাকবে- যা মায়া পুরের কাদা মাটি  থেকে এই মন্দিরকে পতনের হাত থেকে রক্ষা করবে। এবং যা হবে অনেক দিন স্থায়ী একটি মন্দির।

    ২য় পর্বে সমাপ্য


    Views: 9064 | Added by: rajendra | Tags: mayapur, largest temple, iskon, mayapur iskcon, iskcon, মায়াপুর | Rating: 5.0/1
    Total comments: 171 2 »
    0  
    1 Hinduism   (28-07-2011 11:24 PM) [Entry]
    এত সুন্দর একটা পোষ্ট দাদা, কি বলে যে এর প্রশংসা করবো নিজেই বুঝতে পারছিনা। অনেক অনেক অনেক সুন্দর হইছে।
    ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন জীবনে একবার হলেও এটা দেখার সৌভাগ্য হয়।

    0  
    2 rajendra   (28-07-2011 11:35 PM) [Entry]
    বেঁচে থাকলে অবশ্যই আমরা একবার এটা দেখতে যাব biggrin biggrin biggrin

    0  
    3 নামহীন   (02-08-2011 8:45 PM) [Entry]
    bhalo laglo onek

    0  
    6 rajendra   (06-09-2011 11:14 PM) [Entry]
    biggrin biggrin biggrin biggrin

    0  
    4   (06-09-2011 10:38 PM) [Entry]
    হরে কৃষ্ঞ, আমি ভাষা হারিয়েছি।

    0  
    5 rajendra   (06-09-2011 11:14 PM) [Entry]
    হিমেল কর্মকার দাদা অনেক অনেক ধন্যবাদ এখানে কমেন্ট করার জন্য biggrin biggrin biggrin

    0  
    7   (17-09-2011 12:43 PM) [Entry]
    হ্যা, আমি বাংলাদেশ, চট্টগ্রাম ইসকনের মাসিক প্রকাশিত চৈতন্য সন্দেশে এই মন্দিরের কথা জেনেছিলাম। কিন্তু এত তথ্য জানতে পারিনি। আমি দুঃখিত কৃষ্ণ বানান ভুল টাইপের জন্য।( cry )

    0  
    8   (22-11-2011 7:22 AM) [Entry]
    fine. thanks

    0  
    9   (07-06-2012 9:18 PM) [Entry]
    May I communicate with Umananda whose native village was Mahishashan in Karimganj District, Assam.

    0  
    10   (26-06-2012 12:37 PM) [Entry]
    আমার বাড়ি মায়াপুর এর কাছে . . . . . এই পোস্ট টা পরে আমার খুব ভালো লাগছে , আপনারাও আসুন , কি অপূর্ব এই শ্রী চৈতন্য দেবের জন্মস্থান . . . . শ্রী ধাম মায়াপুর . . . .হরে কৃষ্ণ

    0  
    11   (30-09-2012 10:40 PM) [Entry]
    হরে কৃষ্ণ

    0  
    12   (02-12-2012 9:40 AM) [Entry]
    in a word it's owesome

    0  
    13   (02-12-2012 9:42 AM) [Entry]
    smile iy is the best(my name is krishnamay pal)

    1-10 11-14
    Only registered users can add comments.
    [ Registration | Login ]