আসেন সমস্থ ভেদাভেদ ভুলে এক হই- শ্রীচৈতন্য সংবাদ পড়ি- নিজের জ্ঞান বৃদ্ধি করি-ভগবানের সাথে একাত্ম হই - 7 July 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম
Hinduism Site
শুধু কি এটাই? সামান্য একটা চন্দন কাঠের দাম ৮০০ টাকা চায় এক টা শ্রীমদ্ভগবতগীতা চায় ১০০০ টাকা একটা জপ মালা ভাল দেখে কিনতে গেলেই ৫০০ টাকা চেয়ে বসে কি এক আজব
মন্তব্যের তথ্যগুলো ঠিক নয়। পত্রিকাটির বর্তমান দাম ১ টাকা বৃদ্ধি করে ৬ টাকা করা হয়েছে। ১০ টাকা নয়।
নামহীন বলেছেন-"আর এত টাকা দিয়ে ইসকন কি করে?" ইসকন এটা দিয়ে ভগবানের নাম প্রচারের খরচ চালায়। প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হয় শিক্ষা উপকরণ, যাতায়াত, বিভিন্ন দূর্যোগে খাদ্য বস্ত্র সহায়তা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন কাজে। আমি আপনি সনাতন ধর্ম প্রচারে কত টাকা ডোনেট করি? হিন্দু কমিউনিটির কজন কে কনভার্ট হোয়া থেকে রক্ষা করেছেন? তবে হ্যাঁ, দামটা বেশি মনে হলেও খরচ যা হয় তার থেকে ১/১.৫ টাকার বেশি লাভ হয় না। এই এক টাকা দিয়েই কিছুটা খরচ যোগানো হয়। আমাদের মনোভাব কতই বিচিত্র! একটা জাগতিক পত্রিকার সাথে একটা পারমার্থিক পত্রিকার তুলনা করছেন? প্রথম আলো ad দিয়ে লাখ লাখ টাকা কামায়। পত্রিকার প্রিন্ট চার্জ পড়ে ২০ টাকারও উপরে, বাকিটা তারা ad থেকে ভর্তুকি দেয়। আপনারা নিশ্চয়ই জানেন, 'ISKCON is not a ordinary temple, it is also a Educational Institution'. আর গীতার দাম ১০০০ টাকা নয়, ৪৫০ টাকা। জপ মালা ৪০ টাকারও আছে। সর্বোচ্চ ২৫০ টাকা। কই পান এসব বাজে তথ্য? হিন্দু কমিউনিটিকে নিশ্চিত বেহাল অবস্থা থেকে বাঁচাতে আমাদের এরকম পণ্য কিনেও ভগবানের সেবা করা যায়। আপনি শুধু একটা পত্রিকা কিনছেন না ভগবানের সেবার জন্য ডোনেটও করছেন। এটা তো দাদা ভাল উদ্দ্যোগ।