n ইসকন - হিন্দুত্বের ধারক নাকি মতভেদ সৃষ্টিকারী? - 6 July 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Tuesday
24-12-2024
6:42 AM
Login form
Search
Calendar
«  July 2011  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 18
    Guests: 18
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » July » 6 » ইসকন - হিন্দুত্বের ধারক নাকি মতভেদ সৃষ্টিকারী? Added by: নামহীন
    11:51 PM
    ইসকন - হিন্দুত্বের ধারক নাকি মতভেদ সৃষ্টিকারী?
    আমি হিন্দু- সনাতন ধর্ম আমার ধর্ম- কিন্তু ইদানিন ইসকন নামে কিছু দালাল কে চোখে পড়ে বিভিন্ন মেলায় নিজেদের বই এর স্টল দেয়- বাবাজি মাতাজি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়- ১০ টাকার জিনিস ৫০ টাকা দাবি করে- সামান্য বই ২০০ টাকা দাবি করে বসে- এবা কি ধর্মের নামে আমাদেরেই ধর্ম কে পচাচ্ছে না?

    আমি জানতে চাই ইসকনের আসল উদ্দেশ্য কি?

    ওরা আমাদের কাছে কি চায় ?
    Views: 2584 | Added by: নামহীন | Tags: ইসকন | Rating: 0.0/0
    Total comments: 261 2 »
    -1  
    1 rajendra   (07-07-2011 0:03 AM) [Entry]
    দাদা ইসকনের নামে অনেকেই অনেক কিছু বলেন
    আমি নিজে ইসকন কে নিয়ে থিসিস করেছি

    সেই সময় ইসকন কে অনেক কাছে থেকে দেখেছি
    অনেক দেখেছি ওদের ব্যাবসা করতে
    কিন্তু ব্যাবসা করছে কিনা সেটা ভাবার বিষয়
    ব্যাবসা সবাই করে- কিন্তু হয়ত ইসকন কিছুটা বেশী ই করে

    -2  
    2 নামহীন   (07-07-2011 0:08 AM) [Entry]
    ওই শালারা সবসময় ই ব্যাবসা চিন্তা করে

    সামান্য প্রসাদ ও তারা বিক্রি করে-

    ওরা বলে ওরা নাকি টাকা নেয় না- ভিক্ষা নেয়

    আবাল কোথাকার

    +1  
    3 rajendra   (07-07-2011 0:16 AM) [Entry]
    দাদা সাইটে গালাগালি সমর্থন যোগ্য নয়

    -1  
    4 নামহীন   (07-07-2011 1:09 AM) [Entry]
    ধর্মের নামে যারা ব্যাবসা করে তাদের গালি দিলে কিছু আসে যায়না

    +2  
    6 rajendra   (07-07-2011 1:54 AM) [Entry]
    দেখেন আপনি উনাদের বুঝাতে পারেন- কিন্তু গালি দিতে পারেন না

    -3  
    5   (07-07-2011 1:27 AM) [Entry]
    e jeno dada babuder arong bosheche mairi bolchi!!!!!!!!!!!!!!!! shanti shanti ommmmmmmmmm shantiiiiiiiiii

    0  
    7 rajendra   (07-07-2011 1:57 AM) [Entry]
    হাহাহা আপনারা ও আমন্ত্রিত biggrin biggrin

    -1  
    8 নামহীন   (07-07-2011 2:48 AM) [Entry]
    এই পাকির দালাল এখানে আসল কেন??

    +2  
    9 Hinduism   (07-07-2011 1:44 PM) [Entry]
    নামহীন প্রথমে আপনাকে সাইটে রেজিষ্ট্রেশন করার জন্য স্বাগতম। প্রথমেই এত জ্বালাময়ী পোষ্ট কোন লেখকের থেকে আশা করিনাই।
    আপনার মতামত বা আদর্শকে সম্মান করি, কিন্তু একটু ভেবে দেখেন, বাংলাদেশে বা অন্যান্য হিন্দু ধর্ম মতালম্বীদের মাঝে যখন একতা জিনিস টা সম্পূর্ণ চলে যাওয়ার উপক্রম তখনি ইস্‌কন হাল টা ধরেছে শক্ত করে। মানি তাদের একটা বিশেষ পথ ধরে সাধনা। এবং তারা অন্য পথগুলোকে পথ ই মনে করেনা। শুধু গীতা ই তাদের কাছে সব, বেদ কে তারা তেমন মূল্য দেয়না। তাদের সাধন পদ্ধতির মাঝে খুজলে কিছু ক্যাচাল দেখা যাবে, তারা প্রভুপাদ এর বাণী ঈশ্বরের বাণীর সমতূল্য মনে করে। মেলাতে বই, মালা উচ্চদামে বিক্রি করে, তবে সেগুলো নিয়ে আলাদা পোষ্টে আলোচনা করা যেতে পারে। কিন্তু ইস্‌কন একবারেই খারাপ এটা মানতে পারিনা। সবার ই একটি নির্দিষ্ট মতাদর্শ নিয়ে ধর্ম করা উচিত।

    আর পোষ্টে গালাগালি করা নিয়ম নীতির বিরুদ্ধে। আশা করি খেয়াল রাখবেন।
    ইস্‌কন নিয়ে তো অনেক কিছু বললেন, ধর্ম সম্পর্কে আপনার মতামত জানতে আগ্রহী, আপনার আরো লেখার আশায় আছি।

    -1  
    10 নামহীন   (07-07-2011 1:57 PM) [Entry]
    প্রিয় আডমিন- কেমন আছেন
    biggrin biggrin biggrin biggrin

    ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোর জন্য

    দেখেন আমরা সাধারন মানুষ
    আমাদের চোখের সামনে যা ঘটে আমরা তাই দেখি
    আমাদের মাঝে জাতি ভেদ ছিল- মানি
    কিন্তু আমরা যে ইসকন কে দিয়েই একত্রিত এটা মানিনা
    কারন অনেক বৈষ্ণব আছে- ইসকন ই একমাত্র সলিঊশান নয়
    আমাদের অন্য গ্রুপ গুলা ও এতে অবদান আছে
    ইসকন শুধু একটা কাজ ই করেছে - জামাতি দের মত কিছু গ্রুপ সৃষ্ট করেছে- যারা নাম কীর্তন করে-
    ভাগ্য ভাল ওদের হাতে অস্ত্র নেই
    থাকলে শিব সেনা দের মত মার খেতে হত ওদের হাতে

    +1  
    11 Ratan   (08-07-2011 10:00 AM) [Entry]
    নামহীন বলেছন
    "ওই শালারা সবসময় ই ব্যাবসা চিন্তা করে, সামান্য প্রসাদ ও তারা বিক্রি করে, আবাল কোথাকার"

    নামহীন আপনাকে কিন্তু যবন যবন লাগে! আসুরিক ভাবটাও প্রবল। কত বছর বয়স থেকে এসব করেন?
    আপনি রিতিমত এক আহাম্মক। ইসকন সম্পর্কে সেন্ট পের্সন্টও জানেন না। তারা যদি ব্যবসা করেই থাকে তবে তা করে ভগবানের সেবার জন্যই। নিশ্চয়ই আপনার মত নিজ স্বার্থ চরিতার্থ করে না, নামহীন আপনার ধর্ম ব্যবসা নিশ্চয়ই বন্ধ করে দিয়ছে ইসকন, তা না হলে এরকম ভাষা আসার কথা না। ধর্মের নামে যারা ব্যবসা করে সর্বদাই তাদের মুখোশ খুলে দেয়। ভালভাবে পর্যবেক্ষণ করুন। জামাত আর আপনার ভিউয়ের মিল আছে। ইসকন এর ঠিক উল্টো। আপনি বলেছেন- "ভাগ্য ভাল ওদের হাতে অস্ত্র নেই"
    না, ইসকনের একটি অস্ত্রই তা হল হরেকৃষ্ণ মহামন্ত্র "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে" কোথায় ভক্তরা আপনাদের মত লোকদের দ্বারা আক্রান্ত হলে এই অস্ত্রের দ্বারাই প্রতিবাদ জানায়। ব্যস এতই অসুর সমাজ কুপোকাত হয়ে যায়। কী শক্তি এ হরি নামের! আপনিও সর্বদা ভগবানের দিব্য নাম করুন। ভগবানের কৃপা পাবিন আর দিব্যানভূতি আসবে। আর ভগবানের কাছে আক্রমণ কারীর ভার হোক আই কামনা করে।
    আপনি বৈষ্ণব নামে যে মন্তব্য করেছেন, আপনি জানেন না কি অপরাধ করেছেন বা করছেন! ভগবান আপনার ক্ষমা পূর্বক সংশোধনের আবারও সুযোগ দান করুন।
    admin কে বলছি, ব্লগে যাচ্ছে তাই লেখা থাকলে ব্লগের মান বাড়বে। যে মিশন নিয়ে নেমেছন তা কি আদৌ হবে। এ ধরনের লেখা বাতিল করার অনুরোধ করছি
    হরেকৃষ্ণ।


    +2  
    12 Hinduism   (08-07-2011 1:08 PM) [Entry]
    Ratan দাদা, ইস্‌কন সম্বন্ধে আমাদের ধারণা আপনার তুলনায় অনেক কম, তাই এখানে আপনার মন্তব্যের অপেক্ষা করছিলাম। আপনি ব্যাপারগুলো খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন, অনেক ভালো লাগলো। ইস্‌কন নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা আছে, দেখি সামনে আমি আর রাজেন্দ্র দাদা মিলে একদিন ইস্‌কন মন্দিরে যাব আর প্রভুদের সাথে কথা বলব।
    এখানে admin কে কিছু কথা বলেছেন, তো উত্তর টা দিচ্ছি
    উপরে আমার একটা কমেন্ট ই আছে, সেটা দেখলেই এ ব্যাপারে আমার মতামত টা দেখতে পারবেন। আমি এ ব্যাপারটা সাপোর্ট করিনা।তবে দাদা একটা ব্যাপার বিশ্বাস করি কী, যখন মানুষের মনে প্রশ্ন বা ভূল ধারণার উদ্ভব হবে তখন তার মাঝে আসুরিক ভাব আসা অস্বাভাবিক না, তখন নিয়ম নীতি তার মধ্যে কাজ করবেনা। তো এই অবস্থায় আমাদের কী উচিত না তার ভূল ধারণা টা ভেঙে দিয়ে তাকে সঠিক পথ দেখানো??? নাকি পোষ্ট কেটে দিলেই আমি শান্তি পেয়ে গেলাম ???? এই উদ্দেশ্য নিয়ে তো সাইট খুলিনি আমরা। অন্য সাইটে যখন লিখি এর থেকে কত খারাপ কথা সহ্য করতে হয়, মন খারাপ করলে তো চলবেনা, যুক্তি তর্ক দিয়ে তাদের ভুল ভাঙানোর চেষ্টা করি। আমি মনে করি ব্লগে মানসম্মত লেখাই ব্লগের মান বাড়বে। তাই এসব দিয়ে মান বাড়ানোর চেষ্টা করা বোকামি। দেখবেন সাইট নিয়ে তেমন প্রচার কিন্তু করছিনা আমরা। যারা হিন্দু ধর্মকে ভালবেসে কিছু পেতে চাইবে বা এখানে কিছু দিতে চাইবে তারাই এখানে আসবে, এটাই আমাদের বিশ্বাস।

    আমার মতামত টা প্রকাশ করলাম, যদি এর পরে ও এই সাইটের অন্য সব ইউসার রা এটা বাতিল করার অনুরোধ করে তো আমি বাতিল করে দেব। আপনাদের মতামত চাইছি। ধন্যবাদ হরে কৃষ্ণ

    +1  
    14 rajendra   (08-07-2011 3:00 PM) [Entry]
    আমাদের আলোচনা করা উচিত

    0  
    13 rajendra   (08-07-2011 2:59 PM) [Entry]
    দাদা এতদিন কোথায় ছিলেন?
    আপনার অভাব অনুভব করেছি

    এখানে অবশ্য ছেলেটাকে আমাদের বুঝাতে হবে
    যদি ঠিক মত বুঝাতে পারি- সে নিশ্চয় একদিন সত্যের পথে আসবে

    0  
    15 Ratan   (09-07-2011 1:26 AM) [Entry]
    অফিস, পরিবার, মন্দির, সামাজিক কুসংস্কার দূরীকরণ, পাঠ্যপুস্তক গুলো মান বাড়ানো, সবোর্পরি রথের অনুষ্ঠান নিয়ে bz আছি।

    0  
    18 rajendra   (31-07-2011 12:14 PM) [Entry]
    তাই?

    0  
    16   (19-07-2011 9:42 PM) [Entry]
    nathing writing in this here

    0  
    19 rajendra   (31-07-2011 12:14 PM) [Entry]
    biggrin নাথ

    0  
    17   (30-07-2011 2:34 PM) [Entry]
    YES LIKE TO CLEAR ABOUT THIS MATTER

    0  
    20 rajendra   (31-07-2011 12:15 PM) [Entry]
    BIPLAB KANTI MITRA ধন্যবাদ এখানে কমেন্ট করার জন্য

    0  
    21   (25-09-2011 11:11 PM) [Entry]
    vikkha kore akta international society chalano jay? ro onek songho to ase,tader obostha dekhesen? Iskcon tader product gulor besi dam nei,ami sikar korsi.but sei taka die ki tara songsar calai naki? jara gali dilen tader boli? deben naki isckon ke mase mase free tk? protidin pan biri cigrater pesone koto taka nosto korsen r 10 /20 taka besi dilei dos? jan na akta amon society calate,kemon paren dekhbo.....

    0  
    22 rajendra   (26-09-2011 3:44 PM) [Entry]
    Bipul Mohanto biggrin biggrin biggrin সহমত

    0  
    23 Rupak   (21-11-2011 9:24 PM) [Entry]
    এই বিশ্বের আদি ধর্ম সনাতন। জ্ঞানবিজ্ঞানের অনেক শাখার উদ্ভব এই ধর্মর হাতধরে। গনিতশাস্ত্র, জ্যতিসশাস্ত্রসহ শিল্প, সংস্কৃতির বাহক এই আদি ধর্ম। যেখানে অনেক আচার উপাচার রয়েছে যা সম্পূর্ন বিজ্ঞান ভিত্তিক।যা অনেকে স্বল্পবিদ্যার জন্য আধুনিকতার দোহাই দিয়ে উপেক্ষা করে।
    আমাদের এই ধর্মটাকে ভালোভাবে জানার জন্য ইসকনের বইগুলো অনেকখানি ভূমিকা রাখে। বইগুলোর পাঠক তেমন বেশী নয়।সুতরাং বানিজ্যিকভাবে একটা পন্য তখনই কম মূল্যে বিক্রি করা যায় যখন এর চাহিদা অনেক বেশী হয়। এই মহামূল্য পুস্তকগুলো সংগ্রহ করতে গিয়ে যদি আমারা ১০ টাকা বেশী খরচ করতে হয় তার জন্য এত রাগ প্রকাশ করা লোকজনের মূল্যবোধ, শিক্ষা, বংশ পরিচয় কতটা নিম্নমানের তা এই ব্লগ পাঠকদের বলে দিতে হবেনা আশা করি। সনাতন ধর্মই একমাত্র ধর্ম যা বিজ্ঞাপন বা প্রচারের মাধ্যমে নয় বরং প্রাচীন মুনি ঋষিদের সাধনালব্দ সত্য তাই এর সার জানুন ইসকনের যেসব বইগুলো এই সত্য তুলে ধরছে তা সংগ্রহে রাখুন। তখন নিজের কাছে নিজে লজ্জিত হবেন। ইসকনের কার্যক্রমের ফলে সারা বিশ্বের অনেক প্রভাবশালী্ ও বিজ্ঞলোক আজ সনাতন ধর্মের সার্বজনীন জ্ঞানালোকে উদ্ভাসিত। যা আমাদের গর্বের বিষয়।

    1-10 11-13
    Only registered users can add comments.
    [ Registration | Login ]