চট্টগ্রামের পটিয়া থানার চাপড়া গ্রামে পালিত হল রথযাত্রা ( ছবি ব্লগ) - 4 July 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম
Hinduism Site
সনাতন ধর্ম কোন লোক দেখানো ধর্ম না, এখানে ভক্তি দেখাতে হবে ঈশ্বরের প্রতি, যে ধনী ব্যাক্তি প্রতিদিন স্বর্ণের থালায় ভগবানকে নানান উপাচারে ভোগ দেয় তার টা ঈশ্বর গ্রহণ করবেন আর আমি গরীব বলে আমার টা খাবেন না, এই নীতিতে বিশ্বাষী না সনাতন ধর্ম। তাই যতটুকু সামর্থ্য তাই দিয়ে করা হয়েছে তাই তো বেশী। এতটুকুই বা করে কয়জনে???? অনেক ভালো লাগলো আর সাইটের প্রথম ফটোব্লগের জন্য শুভেচ্ছা
সেটাই ভাই আমরা অনেক গরীব কিন্তু আমাদের প্রতিদিনের বেঁচে থাকার পর ও ভগবানের সেবা করতে হয়- আর এটা করতে গিয়ে দেখা যায় আমাদের হিম শিম খেতে হয়- তবুও খুশি মনে আমাদের যা সাধ্য তা দিয়েই করি