কুমারী পূজা কারা কি কারনে করেন , কিভাবে এ পূজার প্রচলন হয়েছে ? - 4 July 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম
Hinduism Site
Main » 2011»July»4 » কুমারী পূজা কারা কি কারনে করেন , কিভাবে এ পূজার প্রচলন হয়েছে ?
Added by: শকুন্তলা-দেবী
12:54 PM
কুমারী পূজা কারা কি কারনে করেন , কিভাবে এ পূজার প্রচলন হয়েছে ?
সনাতন ধর্মে মাকে স্বর্গ থেকে ও বড় বলা হয়েছে, জননী জন্মভূমি স্বর্গাদপী গরিয়সী , (জননী ও জন্মভূমি স্বর্গের চেয়ে বড়) , দুর্গা মা, মহামায়া , সাধারনরা তাদের সংসার শক্তি বাড়ানোর জন্য দুর্গার পূজা করেন । সন্নাসীরা আধ্যাত্নিক শক্তি অর্জনের জন্য সাধনা করেন , সন্নাসীরা সব রকমের পুজা করতে পারেন না, বিশেষ করে শক্তির পূজাগুলো ।
মহাভারতের অর্জুন কুমারী পুজা করতেন, মহামায়ার আরাধনা করতেন । এত দূর থেকে টানলে কঠিন হয় যাবে । বর্তমান অবস্হাটি প্রকাশ করছি । ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপূজার ( সন্নাসীদের ভাষায় মহামায়া, নারীরূপ-মাতৃরূপের আধারনা , সন্নাসীদের আমাদের মত পুজাতে নিষেধ আছে ) শুরু করেন । এটিই ছিলো উনার প্রথম ও শেষ পূজা, কারন ১৯০২ সালের ৪ জুলাই স্বামীজি মহাসমাধিস্হ হলেন । ১৯০১ সালের ১২ অক্টোবর স্বামী বিবেকানন্দ কলকাতা থেকে বেলুড় মঠে গিয়ে স্বামী ব্রহ্মানন্দকে বললেন , রাজা ( স্বামী ব্রহ্মানন্দকে এই নামে ডাকতেন বিবেকানন্দ) আমি ভাব-চক্ষুতে দেখেছি এবার মঠে আমরা মহামায়ার আরাধনা করছি , তুমি সব ব্যবস্হা করে ফেলো । ব্রহ্মানন্দ বললেন , মা তো দিনচারেক আগেই চলে এসেছেন , দিন চারেক আগে আমি গঙ্গাতীরে বসেছিলাম, দেখলাম মা দক্ষিনেশ্বরের দিক থেকে গঙ্গা পার হয়ে মঠের বেলতলায় এসে উঠলেন । সারদা দেবির অনুমতি নিয়ে মহামায়ার - মাতৃরূপের ( সন্নাসীরা সব মেয়েকেই মা বলেন , আপনারা যদি কেউ সত্যিকার সন্নাসীদের আচরন পত্যক্ষ করে থাকেন তাহলে দেখবেন সবাইকেই ওরা মা বলে প্রনাম করেন ) আরাধনা হলো , ১৯০১ সালের ২১ অক্টোবর , সোমবার ৯ জন কুমারী পূজা হলো ।শ্রী শ্রী রামকৃষ্ণ ও কুমারীপূজা করতেন । তাই দেখবেন কুমারী পুজাগুলো রামকৃষ্ণ মিশনেই প্রধানত করা হয় । আর কি বয়েসের মায়েদের পুজা করা হয়েছে তা ছবিতেই স্পষ্ট । সন্নাসীদের কাছে এক-এক বয়সের মায়ের এক এক নাম আছে , এক বছর বয়সের মায়ের নাম: সন্ধ্যা দুই বছর বয়সের মায়ের নাম: স্বরস্বতী তিন বছর বয়সের মায়ের নাম: ত্রিধামূর্তি চার বছর বয়সের মায়ের নাম: কালিকা পাঁচ বছর বয়সের মায়ের নাম: সুভাগা ছয় বছর বয়সের মায়ের নাম: উমা সাত বছর বয়সের মায়ের নাম: মালিনী আট বছর বয়সের মায়ের নাম: ক্ষুভজিকা নয় বছর বয়সের মায়ের নাম: কলাসানদরভা দশ বছর বয়সের মায়ের নাম: অপরাজিতা এগার বছর বয়সের মায়ের নাম: রুদ্রানী বার বছর বয়সের মায়ের নাম: ভৈরবী তের বছর বয়সের মায়ের নাম: মহালক্ষী চৌদ্দ বছর বয়সের মায়ের নাম: পিথানা'য়িকা পনের বছর বয়সের মায়ের নাম: ক্ষেস্ট্রারজনা ষোল বয়সের মায়ের নাম: অম্ভিকা
অনেক গুরুত্বপূর্ণ একটা লেখা, এত কিছু জানতামনা, শুধু জানতাম যে কুমারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। আপনার পো্ষ্টটা দেখে অনেক জ্ঞানী হলাম ধন্যবাদ দিদি, এতদিন পরে আবার ফিরে এলেন, বেড়াতে গেছিলেন নাকি কোথাও?