Main » 2011»July»4 » বৃন্দাবনেই সরস্বতী পূজা প্রচলন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ
Added by: rajendra
12:19 PM
বৃন্দাবনেই সরস্বতী পূজা প্রচলন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ
মর্ত্য ধামে ভগবান শ্রীকৃষ্ণ মাঘ মাসের
শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রথম বারের মতো শ্রীশ্রী সরস্বতী দেবী পূজার
প্রচলন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শৈশব কাল থেকেই সরস্বতী পূজা প্রচলন করে
সমগ্র পৃথিবীর শিক্ষার্থীদের সরস্বতী পূজার গুরুত্ববহ বিদ্যার্জন ও
বিদ্যালয় সমূহে সরস্বতী পূজার প্রচলন করে গেছেন, যা এখনও পর্যন্ত ভারতীয়
উপমহাদেশে প্রচলিত রয়েছে। সরস্বতী পূজা স্বর্গ-মর্ত্যে, উভয়লোকে দেবতা,
গন্ধবৃ, কিন্নর, ঋষি, মহর্ষি, রাজা-প্রজা সবাই শ্রদ্ধার সাথে করে আসছে।
সরস্বতী পূজার অঞ্জলী দেয়ার সময় পলাশ ফুলের ব্যবহার ভগবান শ্রীকৃষ্ণই
প্রচলন করেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন ৭ বছর। বাংলাদেশসহ সারা
পৃথিবীতে বিদ্যাদেবীর পূজা ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জ্ঞানচর্চার সাথে
সম্পৃক্ত সকলে করে থাকেন। মা সরস্বতী দেবী সাদা বসনে সজ্জ্বিত, মনের সকল
মলিনতা দূর করে মার পূজা করতে হয়। পূজার দিন ছাত্রছাত্রীরা সকালে পূজার
অঞ্জলী দেয়ার জন্য সববেত হন। সন্ধ্যায় মার আরাধনা ও মাসের প্রসাদ বিতরণের
মাধ্যমে মায়ের পূজা সম্পন্ন করেন।