শ্রীমদভাগবৎগীতা- এক অমূল্য ধর্ম গ্রন্থ- যাকে শত শত বছর ধরে যোগী ঋষি রা বুঝতে চেষ্টা করে চলেছেন- এবং চাইছেন। সনাতন ধর্মে অনেক ভাগ- অনেক বিভেদ- কিন্তু গীতা প্রশ্নে সবাই এক- এই এক এক মতবাদ এর দৃষ্টি থেকে গীতাকে এক এক ভাবে ব্যাখ্যার যে উপযোগীতা তেই এই বইটিতে দেখানো হয়েছে।
১৯১০ সালে প্রকাশিত এই বইটির গ্রন্থাকার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত এর লেখা এখানে নিচে দেয়া হল