প্রথমেই সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। কয়েকদিন ধরেই ভাবছিলাম রথযাত্রার ইতিহাস নিয়ে একটি পোষ্ট লিখব, কিন্তু হয়ে উঠল না। তাই আজকে নেট থেকে সংগৃহীত একটি পোষ্ট দিলাম রথযাত্রার ইতিহাস সম্পর্কে। আমার লেখাটা আগামী রথযাত্রায় দেব আশা করি। ধন্যবাদ সবাইকে, সবাই রথযাত্রা কেমন কাটালেন??
রথের কথা মণীশ সিংহ রায়
রথ শব্দটি বলতেই আমাদের মনে ভেসে ওঠে পুরীর জগন্নাথদেবের রথযাত্রার ছবি। প্রাচীন ভারতীয় গ্রন্থ ‘ব্রহ্মাণ্ডপুরাণ’ ও ‘পদ্মপুরাণে’ও এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। পদ্মপুরাণে বলা হয়েছে যে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠান শুরু করে শুক
... বিস্তারিত
আজ ৩ জুলাই/২০১১ রোজ রবিবার। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম ভাবে।
ইসকনের নেতৃত্বে ঢাকায় সুবিশাল তিনটি রথ সহকারে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। একই সাথে চলে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন, ভজন, নৃত্য পরিবেশনা । ইসকন ইয়ুথ ফোরাম, জাগ্রত ছাত্র সমাজ, শ্রীচৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল শাখা) এর কীর্তনে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে উঠে। শোভাযাত্রাটি বেলা ২.৩০ টায় স্বামীবাগ আশ্রম ইসকন মন্দির থেকে শুরু হয়ে রাজধানীর দয়াগঞ্জ, টিকাটুলী, ইত্তেফাক, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, সচিবালয়, প্রেসক্লাব, সুপ্রিমকোর্ট, কার্জন হল, দোয়েল চত্ত্বর, রমনা কালীবাড়ী, টি এস সি চত্বর, জগন্নাথ হল, পলাশী চত্বর, বুয়েট, আজিমপুর হয়ে ঢাকেশ্বরী কালী
... বিস্তারিত