বিশ্বাস করুন বা নাই করুন আমেরিকাতে এমন একটি বৃক্ষ রয়েছে যার নাম হচ্ছে হরে কৃষ্ণ বৃক্ষ। টমকিন্স স্কয়ার পার্কে অবস্থিত এই বৃক্ষটি হচ্ছে আমেরিকান এলম প্রজাতির যার বৈজ্ঞানিক নাম আলমাস এমেরিকানা। পার্কের প্রায় মধ্যখানে অবস্থিত এই সুন্দর বৃক্ষটি হরেকৃষ্ণ বৃক্ষ নামে পরিচিত হল যখন ১৯৬৫ সালে শ্রীল প্রভুপাদ নিউইয়র্কে পৌঁছেন তখন তিনি নিকস্থ সেকেন্ড এভিনিউ অবস্থান করেন। ১৯৬৬ সালে ৯ অক্টোবর তিনি এই বৃক্ষের নিচে বসে হরে কৃষ্ণ প্রচার করার কারনে এই বৃক্ষ হরে কৃষ্ণ বৃক্ষ নামে প্রচার পায়। এখানে একটি সাইন বোর্ড রয়েছে।