শ্রীলা রূপ, সনাতন ও অনুপম গোস্বামীর সহিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন স্থলি এবং শ্রীল জীব গোস্বামীর জন্ম স্থান পশ্চিমবঙ্গের মালদা জেলার এই রামকেলি গ্রাম, রামকেলির নিকটেই রয়েছে তত্কালিন বাংলার স্বাধীন নবাব হুসেন শাহ এর প্রাসাদ. যেটি আজ ভগ্ন প্রায়, শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী উভয়েই যথাক্রমে সাকর মল্লিক এবং দাবির খাস নামে হুসেন শাহ এর অর্থ মন্ত্রী ও প্রধান মন্ত্রী ছিলেন, হুসেন শাহ এর চরম বিশ্বাস ছিল এই দুই ভাই এর প্রতি, কিন্তূ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভূর রামকেলি ও গৌরের নবাব কে দর্শন এর সময় এই তিন ভাই মহাপ্রভূর সহিত মিলিত হন, ও মহ্প্রাভুর চ
... বিস্তারিত