Apple কম্পিউটারের জনক ও পথপ্রদর্শক স্টিভ জবস সম্প্রতি দেহত্যাগ করলেও তাঁর অসামান্য অবদানের জন্য সকলের সাথে হরেকৃষ্ণ আন্দোলনের ভক্তবৃন্দ শোকবার্তা ছাড়াও পরমধাম প্রাপ্তির কামনাই বেশি করছে। কারণ ছোট বেলা থেকে এবং কর্মক্ষেত্রে তিনি হরেকৃষ্ণ আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি মূলত তিন সম্পর্কে হরেকৃষ্ণ আন্দোলনে যুক্ত ছিলেন- ১. ছাত্রজীবনে তিনি প্রতি রবিবার Sunday Feast এ সুস্বাদু কৃষ্ণ প্রসাদ পেতেন। এর ফলে তিনি ভক্তদের সংস্পর্শে এসে মন্দিরে সেবা করতেন। বিশেষ করে রান্না করার পাত্র পরিষ্কার করা। শাস্ত্রানুসারে ভগবানের এবং ভক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন। ২০০৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশ্যে প্রণোদনামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি এটা বিবৃত করেন। এমনকি প্রসাদ নিয়মিত পাবার জন্য তিনি মন্দিরে স্থায়ীভাবে অবস্থান করতে চেয়েছিলেন। ২. প্রাচ্য পারমার্থিকতার প্রত আকর্ষণ অনুভব করে তিনি ১৯৭৩ সালে ভারত পর্যটন করেন এবং আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার তত্ত্বাবধানে হরকেৃষ্ণ মহামন্ত্র জপ করেন। শেষ দিকে নিম বাবার সান্নিধ্য না পেয়ে বৌদ্ধবাদের দিকে ঝুঁকে পড়লেও তিনি বৈষ্ণবদের মত মাথা ন্যাড়া করতেন, ঢিলেঢালা পোষাক পড়ে ভক্তদের সাথে সম্পৃক্ততা বজায় রাখতেন। ৩ Apple Product যেমন কম্পউটার, ল্যাপটপ, আইফোন, আইপড কৃষ্ণভাবনা সমৃদ্ধ হওয়াতে তা ভক্তদের মাঝে খুবই জনপ্রিয়। একারণে কম্পিউটার জগতের লোকজন তাঁকে আপলে ভক্ত এবং ম্যাক এর কটট্র ভক্ত বলতেন। সর্বোপরি Apple Product গুলোর মাধ্যমে তিনি ভগবানের নাম ও নিরামিষ আহারে অভ্যস্ত হয়ার পক্ষে প্রচারে আগ্রহী ছিলেন। একারণে সম্প্র্রতি ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তারা হরেকৃষ্ণ আন্দলনের সাথে যোগাযোগ করে ভজন, গীতা পাঠ, শ্লোক আবৃত্তি সংগ্রহ করছেন। কৃষ্ণ তাঁকে ও তাঁর সহযোগীদের কৃপা করুন। হরেকৃষ্ণ। সূত্র: হরেকৃষ্ণ সমাচার, নভেম্বর/২০১১; চৈতন্য সন্দেশ, নভেম্বর/২০১১ও ইনারনেট।