n সবাই---এ--রকম কেনো ???????? - 5 November 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Tuesday
24-12-2024
7:12 AM
Login form
Search
Calendar
«  November 2011  »
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 11
    Guests: 11
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » November » 5 » সবাই---এ--রকম কেনো ???????? Added by: speedwarm
    2:38 PM
    সবাই---এ--রকম কেনো ????????
    নমস্কার আমি ভারতিয়, বাঙালি।
    সোজা সা্পটা বলতে জিভ আটকায় না--এই যা আর কি-------'''

    যাই হোক –আফটার অল বাঙালি, তাই বাংলাদশের বিভিন্ন ব্লগে ঢু মারতে মারতে হটাত'এই ব্লগের
    খোজ পেয়ে যাই, ভালো লাগে এই ব্লগের
    বেশ কিছু পোস্ট। তবে আশ্চযের ব্যাপার এই যে--প্রায় বেসির ভাগ ব্লগেই অনেক ব্লগারের নিদিষ্ট কোন কারন ছাড়াই তিব্র ভারত বিরোধিতা ভিষণ খারাপ লাগে।
    যেমন-এটা নাকি একটা নোংড়া সংস্কিতির দেশ,১২৫ কোটির এই দেশ নাকি ভেঙে
    যাবে---আরো আরো অনেক নোংড়া কিছূ ।
    এই সব উব্ব্রর মস্তিস্ক সম্পন্ন প্রতিভাবানদের সাদরে জানাতে ইচ্ছা করে ,যে------
    আমারা জানি -আমাদের জাতির পিতা কে-- অনেকদের মত ২ বা ৩ জন নয় ?
    রাতারাতি কোন জেনারেল বা প্রধান দাবি কোরে বসেনা--সেই সব্বহন্তা/দন্ড মুন্ডের
    প্রধান কতা।
    কেউ বলেনা জাতিয় সংগীত চেঞ্জ কর-- কেউ দাবী তোলেনা সংবিধান থেকে
    সত্যমেবঃ জ্যয়তে; কথাটি উটিয়ে দাও।
    দিল্লী জানে নরমে -গরমে কি ভাবে ২৯ টাকে কি ভাবে চালাতে হয়--- কেউ কেউ
    তো ১ টা বা ৪/৫ টাকে সামাল দিতে নিজেরাই বেসামাল।
    এই দেশের ৯৮,৯৯৯% আম আদ্ মী (হিন্দু/মুস্ লিম/শিখ বা অন্যান্য) কে যদি প্রশ্ন করা হয় -যে
    সে এই দেশ ছেড়ে অন্য কোথাও যাবে কিনা ?-- (শ্রীলংঙা/পাকিস্তান/নেপাল/ভুটাণ/বা্মা কিম্বা অ্ন্য সাক্ দেশ ) কি -উত্তর হবে ,তার জন্য খুব বেশি উব্ব্রর মস্তিস্ক সম্পন্ন হবার প্রয়োজন আছে কি?
    বহুবিধ একটা সংস্কিতির একটা দেশ ,ছোটখাট সমস্যার মঝেও নিজেদের অথনিতির,
    বিকাশ/জাতিয় প্রবিদ্ধি ,এমনকি সামরিক/আসামরিক সহ সকল বিভাগে যা উন্নতি
    কোরেছে--তা অতি বড় নিন্দুক কেউ চুপ করিয়ে দাওয়ার জন্য যথেস্ট্য নয় কি ??
    টিভিতে বা সিডিতে বলিউড/কোলিউড না দেখলে (কেউ জোর করে চাপায় না)
    বডার ৭ দিন বন্দ থাকলে -বাজার আগুন, একটু ভালো চিকিতসার জন্য ভেলর/চেন্নাই
    না এলে --------------------সেই সব আতেলদের মুখে বর-বর কথা মানায় কি?
    অতি সস্তায় একটু প্রচার পাবার লোভে মিথ্যার বেশাতি করা কিছু ব্লগার কে বলতে ইচছা করে -এসে দেখে
    যান (না -হলে বড়ভাই/মামা/চাচা/খালু/ফুপা বা অন্ন্যান্ন কেউ তো আসেই চিকিতসার
    জন্য-তাদেরকে দেখতে বা জানতে বলুন) এই পশ্চীম বাংলায় -বাংলাদেশের বেশ
    কিছু চ্যানেল দেখায় কি না?যেমন এখানকার যে লোকাল কেব্লল -তার নাম (সবার কেব্লল) যে টার প্রসারন ৪ টা ডিস্ট্রক (মালদা, উত্তর দিনাজপুর(রায়গঞ্জ),দখখীন
    দিনাজপুর(বালুঘাট) এবং মুশীদাবাদ) মিলে হয়--- এটিএন বাংলা,দেশ টিভি,
    মাই টিভি এবং বশাখী টিভি।
    এবার সেই সব উ্ননত মস্কক ধারিরা যদি পশ্চীম বাংলার বাহিরে অন্য কোন প্রদেশে
    বাংলা চ্যানেল খোজেন তো ??-- আমি জানিনা এর উত্ত্রর কি হবে।
    আর- ন্যাশ্নাল জিওগ্রফী/ই এস পি এন বা স্টার (ইন্ডিয়ান আমি' জাতিয় প্রোগ্যাম )-এগুলো বিদেশি চ্যানেল -সবাই তা জানে, ---ফেল কড়ি/মাখ তেল , টাকা থাকলে যে কোন প্রগ্যাম বানাও আর চালাও।
    আমেরিক/ব্রিটেন/চিনা রা -যা হরদমই কোরছে--ব্যাস
    শেষে এটুকূই বলতে চাই\একটু ভাবুন-আর দয়া কোরে যে কোন নতুন বা পুরাতন
    মানচিএ টা দেখুন\ভারতবষ সে দিনও ছিল,আজ ও আছে-----
    আর হিন্দু-মালাউন--এগুলো মানে কি? গোটা ভারতে যত মুস্লিম আছে-তাতো--বাংলাদেশ বা পাকিশ্তান মিলিয়েও-নেই।
    আধুনিক বাংগালি সমাজ তো ওদেরকে এত নিচু করে দেখেনা--ভাবত আবাক লাগছে--এরা ভারত কে হিন্দু রাশ্রট বলে--
    আমি বাঙালি, তাই আনেক ব্লগে গিয়েছি--বলার চেশ্তা করেছি--
    , সমালোচনা করুন------দয়া কোরে জাতিয় সত্তা, সংস্কিতি বা জাতিয়তাবাদ সম্পকে নোংড়া কিছূ বলবেন না। আমাদের ও বুকে
    লাগে-----------------
    Views: 1209 | Added by: speedwarm | Rating: 5.0/1
    Total comments: 9
    +1  
    1 Hinduism   (05-11-2011 4:12 PM) [Entry]
    প্রথমেই আমাদের সাইটে আপনার প্রথম পোষ্টে স্বাগতম জানাচ্ছি। যদিও আমাদের সাইটের আলোচ্য বিষয় না এটা তবু ও এটা একটা জাতিগত সত্তা নিয়ে প্রশ্ন ও আক্ষেপ থাকায় আমার ব্যাক্তিগত মতামত তুলে ধরছি। শুধুই আমার নিজস্ব ভাবনা এটা।
    আমি সবসময় ই বলি ভারত থেকে যদি কিছু শেখার থাকে তবে দেশপ্রেম শিখতে হবে। আপনারা দেশকে যেভাবে দেখেন আমরা সবক্ষেত্রে সেভাবে দেখতে পারিনা। যদিও দেশের জন্য আমাদের বাংলাদেশিদের অবদান ও অনেক। তবে আমাদের দেশে দুইটা দল আছে একটা প্রচন্ডভাবে ভারত বিদ্বেষী কারণ সেটা হিন্দুস্তান আবার আর একটা আছে ভারতের পা চাটা হয়ে থাকতে চায়।
    কিন্তু আমি মনে করি একটা প্রতিবেশী দেশের সাথে সদ্ভাব রাখা উচিত, সেক্ষেত্রে ভারতের ও অনেক দায়িত্ব আছে তেমনি আমাদের ও। ভারতকে আমাদের প্রতি আরো উদার হতে হবে। আমরা বর্তমানে যথেষ্ট উদারতা দেখাচ্ছি, কিন্তু তার বিনিময়ে ভারত শুধু তাদের স্বার্থ ই দেখছে। কয়েকটা ইস্যু বলি
    ১. সীমান্তে অবাধে বাংলাদেশীদের হত্যা
    ২. ট্রানজিট ইস্যুতে বাংলাদেশের বলতে গেলে কোন লাভ ই নাই, উল্টা ক্ষতি হচ্ছে কিন্তু এর বিনিময়ে আমরা কিছুই পাচ্ছিনা।
    ৩. তিস্তা চুক্তি অত্যন্ত চতুরতার সাথে পাশ কাটিয়ে গেল ভারত, মমতা ব্যানার্জী যে দাবী করেছেন তার জানা উচিত তিস্তাতে সেই পরিমান পানি ই নাই। উনি যা চাইছেন।
    ৪. মিডিয়ার ক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত, কলকাতা তে আমার ছোটবেলার এক বন্ধু থাকে, সে পাগলের মত বাংলা চ্যানেল চায় কিন্তু দেখতে পারেনা। বর্তমানে বাসায় ডিস বক্স বসাতে চাইছে, অথচ আমরা সব চ্যানেল অবাধে দেখতে পারছি আপনাদের টা। যেখানে ftv চলতে পারে সেখানে বাংলাদেশী চ্যানেল এ কি সমস্যা তা বুঝিনা।
    ৫. ভারত বাংলদেশকে বিলিয়ন ডলার ঋণ দিতে চাইলো, আমরা অনেক আনন্দিত হয়েছিলাম, কিন্তু তার চুক্তিগুলো কি একবার পড়ে দেখেছেন, ?? সব ভারতের স্বার্থ। তবুও এক টাকা ছাড়া হয়নি এখনও।
    ৬. সীমান্ত বন্ধ থাকলে আমাদের দেশে অনেক হাহাকার পরবে এটা সত্য কথা, কিন্তু আমরা দাদা কিনেই খাই কিন্তু, ফ্রিতে কেউ দেয়না। যেটা অন্য একটা দেশ থেকে কিনবো সেটা আপনাদের বেশী থাকয় আপনারা ও বিক্রি করেন আমরা ও কিনি, তাই দয়া এর ব্যাপার আসেনা। এই দেশের চরমতম একটা দুর্যোগ সিডর। তারপরে ভারত আমাদের দেশে চাল বিক্রি করবে বলে আশ্বাস দিলো, দেশে তখন প্রায় দুর্ভিক্ষ লাগে লাগে অবস্তা। সেই ব্যাপারে পরে ভারত আর কথাই বলেনি।

    এমন অনেক অনেক ইস্যু বলা যায় তবে এটা দেশ পরিচালনাকারীদের বিরুদ্ধে। আমরা জানি ভারতের অধিকাংশ বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষেরা এই দেশের মানুষদের ভাই এর মত ই মনে করে। আমাদের কাছে ও তারা আপন। কিন্তু কিছু রাজনীতিবিদ ও আমলাদের কারণে দুই দেশের সম্পর্ক এখনও ভালো হচ্ছেনা।
    যাই হোক আমরা এখানে একাত্রতার কথা বলি তাই এসব বিষয় সাধারণত আলোচনা হয়না । আমরা কোন দেশের গন্ডীতে থাকতে চাইনা। ধর্ম মূল কথা তা যেই হোক না কেন বা যে দেশের ই হোকনা কেন। সবাই আমাদের কাছে স্বাগত। ধন্যবাদ আপনাকে।


    0  
    2 Abimanyu   (05-11-2011 6:54 PM) [Entry]
    দাদা সুন্দর কথা বলেছেন।

    0  
    3   (06-11-2011 5:44 AM) [Entry]
    to all Bangladeshi..
    BD chnnl e ei eid er samay ki dekhabe?
    cow slaughtering?
    beefe kivabe ranna korte hoy?
    Bharat e egulo ki loker mone kharap pravab porbe na?
    ATN e prati friday te islam nie alochona hoy,100crore Hindu,seta bose bose dekhbe?

    0  
    6 Abimanyu   (06-11-2011 10:26 AM) [Entry]
    অতঃপর ঈশ্বর আব্রাহাম এর পরীক্ষা করিলেন । তিনি তাহাকে বলিলেন " হে আব্রাহাম , তুমি আপন পুত্র কে, তোমার অদ্বিতীয় পুত্র কে যাহাকে তুমি ভালোবাসো সেই ইসহাক (Issac) কে লইয়া মরিয়া দেশে যাও এবং তথাকার এক পর্বতের কথা আমি তোমাকে বলিব , তাহার উপর তুমি তাহাকে বলিদান কর ।
    বাইবেল (জেনেসিস ২২।১,২ )

    "Was not Abraham our father justified by works, when he offered up his son Isaac upon the altar?"
    Bible (James 2:21)
    অর্থাৎ বাইবেল আর তৌরাত পরলে স্পষ্টই বোঝা যায় ঈশ্বর বলিদান বা কুরবানি এর জন্য আব্রাহাম এর দ্বিতীয় পুত্র ইসহাক (Issac) কে বেছে নিয়েছিল ।এবং ক্রিস্টিয়ান ( জেসাস ) ও ইহুদি ( মুজেজ , জাকব , জোসেফ , এরন ) prophet গন ইসহাক (Issac) এর বংশধর । অন্যদিকে ইসলাম ধর্ম মতে ইব্রাহিম তার পুত্র ইসমাইল কে কুরবানি দিতে গিয়েছিলেন । ইসমাইল ছিলেন ইব্রাহিম এর প্রথম সন্তান । ইসমাইল এর বংশধর মহানবি এবং আরবগন । পবিত্র কোরআন এ যদিও কোথাও ইসমাইল বা ইসহাক এর নাম উল্লেখ নেই । (সুরা ৩৭ । ৯৯ -১১০ ) দুটোই সৃষ্টিকর্তার মহান ঐশী বানী । কিন্তু একসাথে তো ইসমাইল এবং ইসহাক দুজনকেই কুরবানি দেওয়া হয়নি । তাই দুটোই তো একসাথে সত্যি হওয়াটা সম্ভব না ।ক্রিস্টিয়ান এবং ইসলাম ধরমের অনুসারিগন বলছেন তাদের স্ব স্ব ধর্মগ্রন্থ সঠিক এবং তাদের স্ব স্ব ধর্মগ্রন্থ গুলি ছাড়া অন্যগুলি পরিবর্তিত । তাহলে স্ব স্ব ধর্মগ্রন্থ গুলি যদি সঠিক হয় তাহলে এটা কি ঈশ্বরের দ্বিখণ্ডিত রুপ প্রকাশ করে না ? মুমিন বান্দারা তাহলে কোনটা সঠিক ???

    0  
    7 Hinduism   (06-11-2011 11:26 AM) [Entry]
    দাদা নেগেটিভ দেখলেই তো নেগেটিভ, হাতে তো রিমোট কন্ট্রোল থাকে, যেটা দেখার ইচ্ছা হয়না সেটা চেঞ্জ করলেই তো হয়। ভারতীয় অধিকাংশ চ্যানেলেই তো গোবড় মার্কা সিরিয়াল সারাদিন ধরে চলে, এখন আমার সিরিয়াল দেখতে ভালো লাগেনা কেউ কি আমাকে জোর করে দেখাতে পারবে?? এফ টিভি কিন্তু সব শ্রেণীর লোক দেখেনা। তেমনি একটি চ্যানেল যে সবাই দেখবে সেটা ভাবা ভুল, মুক্ত বিশ্ব অন্য সব দেশের টা ঠিকাছে কিন্তু বাংলাদেশের টা সমস্যা কেন? এটা যতটা না আমাদের সমস্যা তার থেকে বেশী অনেক ভারতীয় যারা বাংলাদেশী ভাল অনুষ্ঠান দেখতে চায় তাদের জন্য।
    তবে আমার মনে হয় সমস্যা মনে করলে ভারতীয় কতৃপক্ষ বাংলাদেশের চ্যানেল কতৃপক্ষের সাথে শর্তসাপেক্ষ চুক্তি করতে পারে। যে সকল বিষয় দেখানো যাবেনা তা দেখালে সেটা সেখানে বন্ধ করে দেওয়া হবে।

    0  
    4   (06-11-2011 5:46 AM) [Entry]
    BSf ra HuJi Muslim xtremist ba dakat der Ful Mala nie Border e pujo Kore na..
    satyi dosh amader..

    0  
    5 Abimanyu   (06-11-2011 10:23 AM) [Entry]
    সারা বছর ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়া চিল্লায় চিল্লায় গলার রগ ছিঁড়া ফালায় দেয় । কিন্তু কই ? কোরবানির সময় ভারতীয় গরু বর্জনের কথা কারও মাথায় থাকে না ?

    0  
    8 Hinduism   (06-11-2011 11:28 AM) [Entry]
    অগ্নিতে দগ্ধ করলে যেমন সব কিছু শুদ্ধ হয়ে যায় তেমনি কুরবানী দিলে সব কিছু জায়েজ হয়ে যায়। তখন তা আল্লাহর উদ্দেশ্যে হয়তো তাই ভারতীয় হলে কোন সমস্যা থাকেনা। বুঝেন না কেনো?

    0  
    9   (06-11-2011 4:58 PM) [Entry]
    ভারতকে বলা হয় পূণ্যভূমি। এটা শাস্ত্রের কথা। এ ব্রহ্মাণ্ডে ভারতই একমাত্র পূণ্যভূমি। পূণ্যভুমি হল এমন ভূমি যা দেখলে সারা জগত দেখা হয়। ভারতে আপনি যা দেখতে পাবনে তা পৃথবিীর কোন না কোন তা পাবেন। মানে ভারতে যে ঠাণ্ডা, গরম,ভাল বা মন্দ যাই ঘটুক না কেন তা পৃথবিীর অন্য স্থানের প্রতিফলন মাত্র। তা ভালোতে পরিবর্তন করতে চাইলে ঐসব স্থানে চেঞ্জ করতে হবে। তা না করে ভারতকে দোষারোপ বা সরকারকে চাপ দিলে বা সরকার চাইলেও কোন লাভ হবে না। ভারত সরকার চেষ্ঠা করে কিন্তু লাভ কি হয়েছে?
    speedwarm দাদা observe korun. ekhankar onekei Muslim, Paki chhagu. Hindu পরিচয়ে ধর্ম বিকৃত করে Hindu Birodhi kaj korse.

    Hinduism, cow killing kore Dharma hoi na, hoi kapurushata. Nabi ki cow killing, eating support kore. No dharmer name Muslim ra tader purbo purushder (bipodgami kisu Ehudi, but not all Ehudi) anusoron korse. Mane Back to Ai-am-e Jaheliat.
    Hai Nabi Ki Shikhalen ar ki hosse!
    Cow killing stop na hole kokhonoi Peace asbe na world e. Challenge Cow-Killer Muslim der.

    Only registered users can add comments.
    [ Registration | Login ]