ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ বছর আগে হারিয়ে যাওয়া পিতলনির্মিত একটি কালীমূর্তির খুঁজে পেয়েছে আখাউড়ার মোগড়া দশভোজা কালীমন্দির কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে হাওড়া নদী থেকে বালু তোলার সময় শ্রমিকরা ওই মূর্তিটি খুঁজে পান।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন পাল বাংলানিউজকে জানান, পিতলের ওই কালী মূর্তিটি ৬০ থেকে ৬৫ বছর আগে ত্রিপুরার তৎকালীন মহারাজা মানিক্য বাহাদুর মন্দিরে দান করেছিলেন।
তিনি আরও জানান, মূর্তিটি প্রায় এক ফুট উঁচু। খুঁজে পাওয়া মূর্তিটি একই মন্দিরে রাখা হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদাররা মন্দির ভাঙচুরের পর ওই মূর্তিসহ মন্দিরের সব মূর্তি হাওড়া নদীতে ফেলে দিয়েছিল বলে জানান রতন পাল।