আপনারা জানেন এই
ব্লগ মাত্র এর শিশু কালঅতিক্রম
করছে। আমরা এখন ও এই সাইট শেয়ারড ডোমেইন দিয়ে চালাচ্ছি-যার কারনেআমাদের এখানে স্পেস লিমিট একটা বিরাট সমস্যা- কিন্তু এই
সমস্যা থেকেউত্তরনের উপায় ও আমাদের হাতেই আছে।তা
হল বিভিন্ন ফটো শেয়ারিং এবং ভিডিওশেয়ারিং
সাইট ব্যবহার করে এই ব্লগের স্পেস এর সঠিক ব্যাবহার করা। আজ আমি কিভবে এই
ফটো শেয়ারিং এবং ভিডিও শেয়ারিং সাইট ব্যবহার করার কিছু পদ্ধতি শিখিয়ে দেব।
একটি সহজ ইমেজ /
ফটো শেয়ারিংসাইট হল টাইনি ইমেজ http://tinypic.com/?t=postupload
এই সাইট টার
এড্রেস টা কপি করে নিয়ে এড্রেস বারে পেস্ট করে এই সাইটে যেতে পারবেন।
এই সাইটে গিয়ে
নিচের ছবির লাল দাগানো স্থানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে ছবিটা টাইনি
ইমেজ সার্ভারে আপ্লোড করতে পারবেন।
আপ্লোড করার নিয়মটা
ঠিক এরকম। প্রথমে আপনার পিসি থেকে ছবিটা খুঁজে দিন কোথায়
আছে। তারপর আপলোড করুন। এর মাঝে আপনাকে কেপচা লিখে ছবিটা
কনফার্ম করে দিতে হবে।
এরপর লালদাগ দেয়া যায়গা থেকে লেখা টা
কপি করুন-cnrl+c চেপে।
এরপর হিন্দুইজম ব্লগের ব্লগ পেজে এসে add new entry তে ক্লিক করুন এবং ব্লগের শিরোনাম দিন।
ছবি দিতে এই
বাটনে ক্লিক করলে একটা ঊইন্ডো আসবে।
সেখানে একদম
উপরের ঘরে cntl+v চেপে কপি করা ইমেজ ইউ আড় এল টা পেস্ট
করুন। তারপর ইন্সাট চেপে ছবিটা এড করুন।
ছবিটাকে এই কোণায় ধরে বড় ছোট করা যাবে। এভাবে ছবি যোগ
করবেন।
ভিডিও যোগ করতে
মিডিয়াফায়ার বা ইউটিউবে ভিডিও টা আপ্লোড করে ওখানকার লিঙ্ক তা এখানে যোগ করে দিলেই
সবাই সেই ভিডিও দেখতে পাবে।
আশা করি আমার
দেখানো ঊপায়ে খুব সহজেই আপ্নারা আপনাদের প্রয়োজনীয় ছবি ও ভিডিও যোগ করে এই ব্লগ কে
প্রানবন্ত করে তুলবেন।