কৈলাস- প্রকৃতির অদ্ভুত সুন্দর এক সৃষ্টি। নাম শুনেনি এমন লোক বোধহয় পৃথিবীতে নাই- কৈলাস এর মত সুন্দর নয়নাভিরাম এবং পুন্যবান পর্বত এই পৃথিবীতে নাই। কৈলাস কৈলাস-
নেপালের অদূরে হিমাল্যের অংশ এই কৈলাস পর্বত প্রধান তিনটি নদী ইন্দাস নদী, স্তলেজ নদী এবং কামালী নদীর তীরে অবস্থিত। হিন্দু বুদ্ধ ও জৈন ধর্মের জন্য এই কৈলাস পর্বত খুব ই গুরুত্ব বহ এক পর্বত।
কৈলাস এর তীরে ভেড়ার পাল
আসুন এক নজরে দেখে নেই কৈলাস এর সৌন্দর্য।
মহা পবিত্র মানস সরবোর.........
বৌদ্ধ মঠের প্রান্তরে
বৌদ্ধ দের লিপি সমৃদ্ধ পাথর-
তিব্বতি রিং
পবিত্র দেবিকুন্ড।
ভোরসকালে কৈলাস এর মনমুগ্ধকর রুপ।
দিনের আরেক সময়কার রুপ
গোধুলির এক বিকেলে কৈলাস। এমন মনমুগ্ধকর কৈলাস এর অবস্থান।
এই ম্যাপে দেখানো আছে কৈলাস এবং মানস সরোবরের অবস্থান।
This is really a great work. dada অদ্ভুত লাগছে এমন সৌন্দর্য দেখতে গিয়ে চোখ লেগে যাবে যে । অনেক সুন্দর সুন্দর ছবি গুলো দিয়েছেন। এমন কাজ ই তো চাই আপনার কাছ থেকে। keep it up man