কৈলাস- প্রকৃতির অদ্ভুত সুন্দর এক সৃষ্টি। নাম শুনেনি এমন লোক বোধহয় পৃথিবীতে নাই- কৈলাস এর মত সুন্দর নয়নাভিরাম এবং পুন্যবান পর্বত এই পৃথিবীতে নাই। কৈলাস কৈলাস-
নেপালের অদূরে হিমাল্যের অংশ এই কৈলাস পর্বত প্রধান তিনটি নদী ইন্দাস নদী, স্তলেজ নদী এবং কামালী নদীর তীরে অবস্থিত। হিন্দু বুদ্ধ ও জৈন ধর্মের জন্য এই কৈলাস পর্বত খুব ই গুরুত্ব বহ এক পর্বত।
This is really a great work. dada অদ্ভুত লাগছে এমন সৌন্দর্য দেখতে গিয়ে চোখ লেগে যাবে যে । অনেক সুন্দর সুন্দর ছবি গুলো দিয়েছেন। এমন কাজ ই তো চাই আপনার কাছ থেকে। keep it up man