n দুর্গাদেবী সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তওবা করতে হবে - 10 October 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Friday
26-04-2024
5:04 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » October » 10 » দুর্গাদেবী সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তওবা করতে হবে Added by: নামহীন
    11:03 PM
    দুর্গাদেবী সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তওবা করতে হবে
    গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন মাওলানা আহমদ উল্লাহ আশরাফ -সংগ্রাম

    স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজামন্ডপে শিরকী বক্তব্য দেয়ার পর তিনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে ইসলামী ও সমমনা ১২ দল। প্রধানমন্ত্রী জাতিকে ইসলাম ধর্ম থেকে সরানোর জন্য চেষ্টা করছে বলে তারা উল্লেখ করেন। ইসলামবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে তারা আগামী ১৪ অক্টোবর ঢাকায় বায়তুল মোকাররমে বাদজুমা ও ২১ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ২৭ অক্টোবর খুলনায় বিভাগীয় কনভেনশন এবং ৩ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশনের কর্মসূচি ঘোষণা করা হয়।

    গতকাল রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইসলামী ও সমমনা ১২ দল এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসূফী। আরো বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব
    সংশ্লিষ্ট খবর

    * দুর্গাদেবী সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তওবা করতে হবে
    * আহকামে শরীআহ হেফাজাত কমিটির নিন্দা
    * শেখ হাসিনা আল্লাহর নাম বাদ দিয়ে দেবদেবীর ওপর ভরসা করে দেশ চালাচ্ছে -মুফতী আমিনী
    * কোন মুসলমান মা দুর্গা বলে স্বীকার করলে বেঈমান হয়ে যায় -পীর সাহেব চরমোনাই
    * দুর্গা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ৫০০১ আলেমসহ বিভিন্ন সংগঠন

    এ সংশ্লিষ্ট আরো খবর
    মাওলানা আব্দুল লতিফ নেজামী, ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রববানী, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, এনডিপির নেতা আলমগীর মজুমদার, ইসলামিক পার্টির সভাপতি এডভোকেট আব্দুল মোবিন, ছারছিনা পীর মাওলানা শাহ মোহাম্মদ আরীফ বিল্লাহ, ইছলাহুল উম্মাহর চেয়ারম্যান আবু হানিফ নেসারী, অধ্যাপক আব্দুস সবুর মাতববর, মজিবুর রহমান হামিদী প্রমুখ।

    মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বলেন, ইসলামে কোন কিছু প্রবেশ করানোর সুযোগ নেই। শেখ হাসিনা ও তার দলের লোকজন আল্লাহকে ভুলে গেছে। প্রধানমন্ত্রী জাতিকে ইসলাম থেকে সরানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী পূজামন্ডপে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিরকীর পর্যায়ে পড়ে। এতে করে মুসলমানিত্ব থাকে না।

    আব্দুর রব ইউসূফী বলেন, প্রধানমন্ত্রী পূজামন্ডপে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জন্য তাওবা করতে হবে। অন্যথায় তিনি মুসলমান দাবি করতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। অবিলম্বে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল করা, ধর্মহীন শিক্ষানীতি ও নারীনীতি বাতিল করার জন্য সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানানো হয়। অন্যথায় ৩ ডিসেম্বরের কনভেনশন থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তার আগে বিভাগীয় ও জেলা শহরে কনভেনশন করা হবে বলে জানানো হয়।
    Views: 686 | Added by: নামহীন | Tags: baler bangladesh, jamat, jamati propaganda | Rating: 5.0/1
    Total comments: 3
    0  
    1 নামহীন   (10-10-2011 11:25 PM) [Entry]
    angry angry angry angry

    0  
    2   (10-10-2011 11:47 PM) [Entry]
    Jaat gelo jaat gelo bole eki ajob kaarkhana.
    eder jaat jeno ochirei chole jay

    0  
    3 নামহীন   (11-10-2011 0:24 AM) [Entry]
    Dhikkar biggrin biggrin biggrin biggrin biggrin

    Only registered users can add comments.
    [ Registration | Login ]