শ্রীকৃষ্ণ কীর্তনের নাম শুনেছেন ? প্রশ্নটা করলেই নিজেকে বোকা বোকা লাগে কিন্তু যদি জিজ্ঞেস করি- শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছেন? কয়েক জন বলবেন- পড়েছি- বাকিরা সবাই বলবেন- এই সময় কি এই বই পাওয়া যাবে?
আমি যদি বলি যাবে- এই যে আমি এই আসছে জন্মাষ্টমির উপহার হিসেবে আপনাদের কাছে নিয়ে এলাম শ্রীকৃষ্ণ কীর্তন- আসুন পড়ে ফেলি শ্রীকৃষ্ণ কীর্তন
এতো একদম অরিজিন্যাল। বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় বড়ু চণ্ডীদাসের এই শ্রীকৃষ্ণকীর্তন খুঁজে পান বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটে কাঁকিল্যা গ্রামের শ্রীদেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘরের চালের বাতা থেকে (১৩১৬ বঙ্গাব্দ), পরে ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) তাঁর সম্পাদনায় এটা শ্রীকৃষ্ণকীর্তন নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মুদ্রিত হয়। আদৌ এর নাম শ্রীকৃষ্ণকীর্তন না শ্রীকৃষ্ণসন্দর্ভ তা নিয়েও পন্ডিতদের মাঝে মতবিরোধ দেখা যায়।