n বাংলাদেশের হিন্দু দের একত্র কারী ইসকনের একটি ওয়েবসাইট রিভিউ - বেহাল অবস্থা কারে বলে দেখে নেন - 9 July 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Monday
29-04-2024
4:13 AM
Login form
Search
Calendar
«  July 2011  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » July » 9 » বাংলাদেশের হিন্দু দের একত্র কারী ইসকনের একটি ওয়েবসাইট রিভিউ - বেহাল অবস্থা কারে বলে দেখে নেন Added by: নামহীন
    8:49 AM
    বাংলাদেশের হিন্দু দের একত্র কারী ইসকনের একটি ওয়েবসাইট রিভিউ - বেহাল অবস্থা কারে বলে দেখে নেন
    বাংলাদেশের হিন্দুদের ধারক ইসকনের একটা ওয়েবসাইট দেখলাম আজকে- দেখে আমি হাস্তে হাস্তে নাই।
    সৌন্দর্য জ্ঞান বলে যে একটা জিনিস আছে সেটা উনাদের সবার কাছে অনুপস্থিত।

    দেখেন <a title="iskcon" href="http://sites.google.com/site/iskcondhakabangladeshbengali/home-1%20">http://sites.google.com/site/iskcondhakabangladeshbengali/home-1 </a>

    এখানে যে বিভাগ আছে তা নিচে দেয়া হল

    মূলপাতা
    প্রতিষ্ঠাতা আচার্য
    মহামন্ত্রের ব্যাখ্যা
    সাপ্তহিক কার্যক্রম
    গ্রন্থ সমূহ
    একাদশী মাহাত্ম্য
    উৎসব সমূহ
    বিভাগ সমূহ
    হরেকৃষ্ণ সমাচার
    অমৃতের সন্ধানে
    বিগ্রহ দর্শন
    দীক্ষিত নাম
    ইস্‌কন গুরুবর্গ(বাংলাদেশ)
    ইস্‌কন গুরুবর্গ(অন্যান্য)
    ইসক্‌ন মন্দির সমূহ
    চিত্রশালা
    ওয়েব ফোরাম
    অনলাইন বিগ্রহ সেবা
    চিদাকাশ
    পারমার্থিক প্রশ্নোত্তর
    বাংলাদেশের বৈষ্ণব তীর্থ স্থান সমূহ
    ডাউনলোড

    সমস্যার কথা হল এখানে প্রথম এক দুইটা ছাড়া বাকি গুলাতে কিছু নাই
    যেমন সাপ্তাহিক কার্যক্রম বলতে উনাদের বোধহয় কিছু নাই- কারন এই লিংকে গিয়ে কিছু পাওয়া গেল না

    একাদশী মাহাত্ম্য তে একটা ইংরেজি সাইট থেকে হুভু কপিপেষ্ট
    উৎসব সমূহ নাই

    হরেকৃষ্ণ সমাচার এর হাল সেই রকম ভাল- আমি অনেক গুলা চাইলে ও ডাঊনলোড করতে পারিনি।

    অমৃতের সন্ধানে সন্ধান করতে যাইয়া আমি নিজেই হারায়া গেছি প্রশ্নের অতলে- এখানে সার্ভার বলে কিছু আছে?
    নাকি উনারা বই বিক্রি করেই ছাড়বেন?
    এক ঘণ্টা চেষ্টা করে ও একটা বই ডাঊনলোড করতে পারিনাই
    দীক্ষিত নামএ নামের কোন দিশা পাইলাম না
    ইস্‌কন গুরুবর্গ(বাংলাদেশ) এ কিছু নাই- হায়রে বাংলাদেশে বোধহয় হিন্দু দের আর থাকতে দিলনা ওরা

    মন্দির সমূহ নাই
    চিত্রশালা নাই

    ওয়েব ফোরাম এ বানান ভুলের মহড়া চলছে

    অনলাইন বিগ্রহ সেবা কেঊ করেনা= ফলাফল এটা আসলে নাই

    চিদাকাশ নাই

    বাংলাদেশের বৈষ্ণব তীর্থ স্থান সমূহ নাই

    ডাউনলোড সেকশান টা ভুয়া- কোন ফাইল ওদের সার্ভারে নাই

    এই হল আমার রিভিঊ-

    এবার আপনি একটা ইসলামী সাইট দেখেন কত মাথা ওদের - কত সংগবদ্ধ- কিভাবে ধর্ম প্রচার করতে হয় সেটা জামাতি দের থেকে শিখে নিতে হবে আপনাদের। জামাতি আর শিবির দের ওয়েবসাইট গুলা দেখে শিখে নেন কিভাবে ওয়েবসাইট করতে হয়। না হয়- মনে প্রানে বাংলাদেশ ছাড়া করবে ওরা কয় দিন পর। বুঝলেন?
    Views: 4529 | Added by: নামহীন | Tags: iskcon review, ইস্কচন | Rating: 0.0/0
    Total comments: 20
    0  
    1 শকুন্তলা-দেবী   (09-07-2011 9:08 AM) [Entry]
    এ ই অবস্থা বাংলাদেশের হিন্দু দের- সবাই তাড়িয়ে দিতে চায়

    তার উপর ইসকনের সাইটের এই অবস্থা? হতাশ হলাম দাদা

    0  
    3 নামহীন   (09-07-2011 12:21 PM) [Entry]
    সেটাই

    0  
    2 পদ্মফুল   (09-07-2011 11:52 AM) [Entry]
    দাদা একটা জিনিস কে positive ভাবে দেখতে শিখুন। আপনি যদি অন্য ধর্মীয় হন তবে আমার বলার কিছু নাই কিন্তু যদি হিন্দু ধর্মের অনুসারী হন তবে বলবো আপনি হিন্দু ধর্মের শুধু ভুল না ধরে এগুলো শুধরানেরা ব্যাবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

    তবে কোন বিষয়ের সম্পর্কে আমরা সমালোচনা করতে পারি যেন তা সঠিক পথে আসে। যেমন বর্তমানে প্রযুক্তির যুগে ইস্‌কন পুরানো অনেক ধারণার বাইরে এসে প্রযুক্তিকে আপন করে নিয়েছে। তাই তাদের এই website এর রক্ষনবেক্ষন ঠিকমতো করতে হবে। তাদের সাইটে তো হিট ভালো ই পরে। সুতরাং এই ব্যাপারগুলো একটু খেয়াল করা উচিত।

    0  
    4 নামহীন   (09-07-2011 12:22 PM) [Entry]
    পজিটিভ কিভাবে দেখব? একটা কীর্তন ডাঊনলোড আমি করতে পারলাম না

    সাইটে কিছুই নাই যেটা মানুষকে ধরে রাখতে পারবে

    0  
    5 rajendra   (09-07-2011 12:26 PM) [Entry]
    হতাশ হ্লাম দেখে

    ইসকন কে আরো উন্নত হতে হবে

    জামাত শিবিরের সাইট দেখলে মাথা ঘুরায়

    আর এই সাইট............ sad sad sad

    -1  
    6   (09-07-2011 12:31 PM) [Entry]
    @শকুন্তলা-দেবী ,
    বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে চায় বললেন, একটু দয়া করে বলবেন কি কে বা কারা তাড়িয়ে দিতে চায়
    অযথা সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়াবেন না, এদেশ ভারত না, এখানে সবাই মিলে মিশে থাকে
    বরং উল্টো অভিজোগ আছে কিছু হিন্দু এদেশের খেয়ে ভারতে সম্পদ জমায়
    এ ব্যাপারে মন্তব্য করলে খুশি হব

    0  
    7 rajendra   (09-07-2011 1:36 PM) [Entry]
    ভাই আপনি তো জানেন এ দেশে বার বার হিন্দু দের উপর নির্যাতন হয়েছে- কোন কেউ কি সঠিক বিচার পেয়েছে??
    পায়নি-
    এখানেই একটা পোস্ট আছে- পড়ে দেখবেন
    এটা বিষবাষ্প না- এটা আক্ষেপ

    আর যারা ইন্ডিয়াতে সম্পদ জমায় তারা এখানে থাকার কোন মানে খুঁজে পায়না দেখেই হয়ত চলে যায়- না হলে কি নিজ দেশ কেউ ছাড়ে?

    +1  
    8 শকুন্তলা-দেবী   (09-07-2011 1:51 PM) [Entry]
    হিন্দুরা কেন এ দেশে টাকা জমাবে?
    যেখানে মন্দির থেকে ডাকাতি হয়- যেখানে মূর্তি ভেঙ্গে দেয়া হয়, যেখানে সোনাদানা চুরি করে নিয়ে যাওয়া হয়,যেখানে হিন্দু মেয়েদের জর করে ধর্ষণ করে মুস্লিম বানানো হয় মেয়েদের সেখানে কেন থাকবে হিন্দুরা? জবাব দেবেন????????

    -2  
    9   (09-07-2011 6:25 PM) [Entry]
    "এ দেশে বার বার হিন্দু দের উপর নির্যাতন হয়েছে- কোন কেউ কি সঠিক বিচার পেয়েছে?? "

    এদেশে সবসময়ই দুর্বলের উপর সবলের অত্যাচার হয়েছে, শুধু হিন্দুদের উপর না। শুধু এদেশেই না, এটা সব দেশেই হয়

    "আর যারা ইন্ডিয়াতে সম্পদ জমায় তারা এখানে থাকার কোন মানে খুঁজে পায়না দেখেই হয়ত চলে যায়- না হলে কি নিজ দেশ কেউ ছাড়ে?"

    তারা চলে গেলে কোন আক্ষেপ থাক্ত না, তারা এদেশে থাকবে , এখানের সব ভোগ করবে আর সম্পদ জমাবে ওইদেশে, আমার সমস্যা এখানে। দেশকে নিজের মনে না করলে চলে যেতে পারে, কিন্তু এখানের খেয়ে ওখানের উপকার করার কোন মানে হয়না, একে সহজ বাংলায় বলে বিশ্বাসঘাতকতা

    "যেখানে মন্দির থেকে ডাকাতি হয়- যেখানে মূর্তি ভেঙ্গে দেয়া হয়, যেখানে সোনাদানা চুরি করে নিয়ে যাওয়া হয়"

    প্রমান দেখান ধুধু হিন্দু হওয়ার কারনে এইসব করা হইছে, যেখানে সম্পদ থাকবে সেখানে চোর থাকবেই। আপনার কি মনে হয়না মিসজিদের টাকা চুরি হয়না ?????

    "যেখানে হিন্দু মেয়েদের জর করে ধর্ষণ করে মুস্লিম বানানো হয় মেয়েদের সেখানে কেন থাকবে হিন্দুরা?"

    এই আজগুবি কথাটার লিঙ্ক দেবেন ????

    0  
    12 rajendra   (09-07-2011 8:31 PM) [Entry]
    সমস্যা হল আপনার মত করে অনেকেই ভাবে না
    ভাবে দেশে তালেবানি শাসন কায়েম করবে- এতেই আমাদের সমস্যা-
    আমরা এ দেশে ছিলাম- আমরা ভালভাবে থাকতে চাই

    আর হিন্দু মেয়েদের ধর্ষণ করে মুসলমান বানানোর ঘটনা আমাদের গ্রামেই ঘটেছে অনেক- কিন্তু সেগুলো কোন এক অজানা কারনে খবর হয়নি-কিনবা খ্রব হতে দেয়নি কোন এক গুষ্টি- তাই আপনাকে লিংক দিতে পারলাম না। sad sad

    +1  
    13 rajendra   (09-07-2011 8:41 PM) [Entry]
    আমার বাবা মুক্তি যোদ্ধা ছিলেন- বাবার সাথে ই যুদ্ধ করেছেন এক লোক তার নাম পরিমল - আমি ডাক্তাম পরিমল কাকা- উনি আমার বাবা পায়ে গুলি খাওয়ার দুই দিন পরেই কাধে গুলি খান- এবং বাবার সাথেই এক বিছানায় শুয়ে চিকিৎসা নিয়েছিলেন যুদ্ধের ৪ মাস। এর পর ঊনারা একসাথে মুক্তি বাহিনীকে খাবার পৌছে দিতেন। স্বাধীন হবার পর বাবা আর ওই কাকা মিলে ফিরে আসেন গ্রামে। তারপর কি হয়েছে জানেন?
    বাবা একটা সামান্য চাকরি পান- কিন্তু মুক্তি যুদ্ধের সাজানো সারটিফিকেট ছিল না বলে ভাল কোন পোস্ট পান না। আর পরিমল কাকা মুক্তি সনদ বার বার চেয়ে ও পাননি।
    এর পর কেটে গেছে অনেক বছর। সেই পরিমল কাকার এক ছেলে এক মেয়ে ছিল। আর সে মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল ৯১ এর দাঙ্গার সময়- মুক্তি র সন্তানের চেয়ে বড় পরিচয় ছিল তার - সে হিন্দুর মেয়ে- আর সেই পরিমল কাকাকে মেরে পিঠের হাড় ভেঙ্গে দেয় ওরা। সেই ছেলে তখন আমার সমান- কিছু বুঝত না- কিনবা কাকা সেই ছেলেকে লুকিয়ে রাখতেন।- একদিন সেই মেয়েকে কে বা কারা ফেলে রেখে যায় ওদের ভিটায়- ক্ষত বিক্ষত অবস্থায়- কেউ কোন প্রতিবাদ করেনি- কাকা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেছেন। কোন লাভ হয়নি। একসময় তিনি ভারতে চলে যাবার জন্য মনস্থির করেন।
    যেদিন তিনি ভারতে চলে যাবেন যে দিন উনার চোখে আমি কান্না দেখেছি। নিজের সর্বস্ব বেঁচে তিনি ভারতে একটা ফ্লাট কিনেছিলেন। আমার চোখে আজ ও ভেসে ওঠে পরিমল চাচার মুখ।
    এভাবে কর পরিমল আছে- মুখ দেখাতে পারেনা। কেউ সহায় হয়না তাদের। কেঊ না angry >( sad

    +2  
    14 শকুন্তলা-দেবী   (09-07-2011 8:49 PM) [Entry]
    দাদা সবার বিচার হয়- এই ভিকারুন্নেসার মেয়েকে ধর্ষণের দায়ে পরিমলের ও বিচার হবে- কিন্তু একজন হিন্দু মেয়ে যখন ধর্ষিতা হয়- তখন মা বাবা তাকে লুকিয়ে রাখেন নতুবা পাঠিয়ে দেন ভারতে সবার অজান্তে। sad sad

    আমার বেড়ানোর উদ্দেশ্যে কয়েকবার ভারতে যাবার সৌভাগ্য হয়েছে- সেখানে দেখেছি- যারা মুসলিম তাদের এলাকায় তারা কোন হিন্ধুকে ঢুকতে দেয়না- সেখানে তারাই সব কিছু। আমি দেখেছি আমি ও ঢুকতে পারিনি। আমার পরিবারের কেঊ না। অনেক অনেক বার ব্লার পর আমরা ঢুকতে পেরেছিলাম মহসিনের দুর্গে।
    বাংলাদেশে একটা যায়গা দেখান তো এমন?

    +2  
    15 শকুন্তলা-দেবী   (09-07-2011 8:52 PM) [Entry]
    আর সম্পদের কথা বলছেন?
    জানেন যারা রাজনীতি করেন তাদের প্রায় সবার নামে বেনামে ভারতে যায়গা জমি আছে?
    জানেন শুধু ভারতে না অনেকে আমেরিকা- কিনবা বৃটেনে ও চলে যায় এ দেশকে ভালবাসা ষত্বেও ???

    প্রমান চাইলে যে কোন একজন রাজনীতি বিদকে সত্যের কাঠগড়ায় দার করান
    উত্তর পেয়ে যাবেন

    +1  
    16   (10-07-2011 3:52 PM) [Entry]
    উপরে একজন ছাগুকে দেখা গেল- হাহাহা

    চিনে রাখুন বাংলাদেশের জামাতি ছাগু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ biggrin biggrin biggrin biggrin biggrin biggrin

    +3  
    17   (10-07-2011 3:54 PM) [Entry]
    ha ha!
    ISKCON, Jamat-Shibir noy. Eta Spiritual society.
    link ta ekta experimental site matro. test kore kore joomla te ta design kora hoyese.
    www.iskconbd.org
    www.iskconctg.org
    www.iskconsylhet.com
    IYF er page-
    www.iyfbd.com
    Blog site-
    iyfbd.ucoz.com (construction continued)

    how ever
    google e district wise search dile test page ebong mul page dutoi paben.
    ISKCON is non beneficiary org. So professional web developer nai. Apnader moto student rai eguloge dekhushuna kore matro.
    Chaile apnarao help korte paren
    Hare Krishna

    +1  
    18 rajendra   (10-07-2011 11:59 PM) [Entry]
    এদেশে ইসকনে মানুষকে আকৃষ্ট করতে হলে তো কিছুটা হলেও ভাল পারফমেন্স দেখাতে হবে বৈকি sad

    0  
    19 Ratan   (12-07-2011 9:13 PM) [Entry]
    দাদা কেমনে বলেন এসব ইসকন একা করবে? আপনারাও আসুন, নতুবা যবন, ম।রেচ্ছরা যেমন চায় তেমনই পঁচে মরতে হবে আমাদের। ১৯৭১, ২০০১ সাল কি মনে পড়ে? নামঞীনের মত লোকেরা কখনই হিন্দুদের ভাল চাইতে পারে না। তাদের কৌশল হল হিন্দুদের মাঝে ভাঙন সৃষ্টি করে সম্পদ দখল, নারী নির্যাতন করে দেশ ছাড়া করা। তারা এতে ব্যবহার করে সাধারণ হিন্দুদের। আমি ১০০% কনফার্ম যে, যারা আমাদের বেদ, গীতা, ভাগবতম, উপনিষদ গুলি হরফ প্রকাশনীর নামে হিন্দু নামে বিকৃত করে কম দামে (প্রিন্ট খরচের চেয়েও কম দামে) প্রচার করছে। তা পড়ে সাধারণ হিন্দুরা বিভ্রান্তিতে জড়িয়ে পড়ছে। আর ফায়দা লুটছে নামহীনের মত সুযোগসন্ধানী যবনগ্রুপ।

    +1  
    20   (23-03-2012 6:27 PM) [Entry]
    সবকটা মুসলিম আতঙ্কবাদি,অত্যাচারি,লম্পট,পুরো জাতটাই নোংরা,একই পাতে হেগে খায় সবাই ছিঃ

    Only registered users can add comments.
    [ Registration | Login ]