n ঈশ্বরবাদ ও আত্মা নিয়ে আলোচনা - 30 June 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Wednesday
08-05-2024
4:57 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » June » 30 » ঈশ্বরবাদ ও আত্মা নিয়ে আলোচনা Added by: পদ্মফুল
    11:48 PM
    ঈশ্বরবাদ ও আত্মা নিয়ে আলোচনা
    হিন্দু ধর্ম বুঝতে হলে প্রথমেই এর ঈশ্বরবাদ বুঝতে হবে, ঈশ্বর কয়জন, একজন নাকি তিনজন নাকি তেত্রিশ কোটি? প্রথমেই এই প্রশ্নের উত্তর জেনে হিন্দু ধর্মে প্রবেশ করতে হবে। কারণ কেউ যদি না জানে যে ঈশ্বর কয়জন ও কি তবে ভক্তি অর্চনা করবে কাকে?
    আমার নির্দিষ্ট তথ্য উপাত্ত মনে থাকেনা তাই জাকির নায়েকের মত বই পৃষ্ঠা নং কথায় কথায় লিখতে পারবনা, এজন্য সহজ কথায় মূল কথাগুলো বলছি এখানে

    ব্রক্ষ্ম হচ্ছে সেই ঈশ্বর যে সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত আছে এবং থাকবে সেই প্রকৃত আরাধ্য। ঈশ্বর নিরাকার কিন্তু তিনি চাইলেই যে কোন সাকার রুপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণকে সেই পরম ব্রক্ষ্মের এক সাকার রুপ ধরা হয় এবং পরমেশ্বর মানা হয়। এখন কেউ যদি বলে শ্রীকৃষ্ণ না শিব ই আমার কাছে পরমেশ্বর তাতেও ভুল নেই কারণ তিনি যাকেই ডাকুক সেই পরেমশ্বর কেই ভজনা করছেন। এখন প্রশ্ন আসতে পারে কৃষ্ণ বড় নাকি শিব বড়। ব্রক্ষ্মবৈবর্ত পুরাণের সৃষ্টিখন্ডে ঈশ্বর শিবকে বলছেন " যে তোমার ও আমার মাঝে বিভেদ করবে তার মত পাপী আর পৃথিবীতে নেই"। মূল কথা হচ্ছে ঈশ্বর একজন তিনি নিরাকার বা সাকার, আমরা যাকেই ভক্তি বা পূজা করিনা কেন তা সেই ঈশ্বরকেই করা হয়। আমার বিভিন্ন রুপের মূর্ত্তিকে পুজা করি তা কিন্তু ঈশ্বর থেকে আলাদা মনে করে না, মূর্ত্তির মধ্য দিয়ে ঈশ্বরকেই পূজা করা হয়। আল্লাহর যেমন ৯৯ টি নাম আছে, তাই বলে কি আল্লাহ ৯৯ জন? না আল্লাহ একজন ই। তেমনি ঈশ্বরের বিভিন্ন রুপ কল্পনা করে আমরা পূজা করেলেও ঈশ্বর কিন্তু সেই একজনই। অনেকে প্রশ্ন করে ভাত সোজা করে না খেয়ে এত ঘুরিয়ে খাও কেন? গীতায় ঈশ্বর বলেছেন "যে আমাকে যেভাবে ডাকবে আমি তাকে সেভাবেই ফলদান করব"। হিন্দু ধর্ম যে কতটা উদার তার প্রমাণ এখানেই পাওয়া যায়। আমি যেভাবে, যেরুপে তাকে ডাকব তিনি সেভাবেই আসবেন তা সে ৩৩ কোটির যে কোন একটা হোক না কেন।

    আত্মা ও পরমাত্মা

    আমাদের দেহে যে আত্মা আছে, তা সকল ধর্মেই বিশ্বাস করে। ঈশ্বর হচ্ছেন সকল আত্মার উৎস অর্থাৎ পরমাত্মা। আর প্রতিটি জীবের শরীরে যে আত্মা আছে তা হচ্ছে জীবাত্মা। সকল ধর্ম কর্মের মূল উদ্দেশ্য হচ্ছে জীবাত্মা পরমাত্মার সাথে লীন হওয়া অর্থাৎ পৃথিবী থেকে মুক্ত হওয়া। পুরষ্কার অথবা শাস্তির শেষ আছে, মানে ভাল কাজের জন্য স্বর্গভোগ আর খারাপ কাজের জন্য নরকভোগ এর একটা শেষ আছে। কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়, দুইটাকার ভালো করে ১০ টাকার মিষ্টি খাবেন তা হবেনা। পাকা হিসাব যতটুকু ভাল ততটুকুই মিষ্টি। কিন্তু প্রধান উদ্দেশ্য কিন্তু স্বর্গ নয় সেই পরমাত্মার সাথে বিলীন হয়ে যাওয়া, এর আর কোন শেষ নাই।
    আত্মার কোন ধ্বংশ বা শেষ নাই। এটা এক দেহ হতে অন্য দেহে গমন করে মাত্র। দেহের পরিবর্তন হয়, শিশু হতে কিশোর আবার কিশোর হতে যুবক, কিন্তু আত্মার পরিবর্তন নাই। গীতা অনুযায়ী মানুষ যেমন পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা ও পুরাতন জীর্ন শরীর ত্যাগ করে নতুন শরীরে গমন করে। একটু আধুনিক ভাবে বলা যায়, দেহ হচ্ছে প্রোগ্রাম করা কোন যন্ত্র আর আত্মা হচ্ছে এর ব্যাটারী যখন এই দুই একত্রিত হবে তখনই যন্ত্র সচল হবে এখানে ব্যাটারী দিয়ে কথা তা যে যন্ত্র বা শরীরে সেট করা হোক না কেন, এর চালনা শক্তি থাকলেই চলে।
    Views: 1314 | Added by: পদ্মফুল | Tags: পরমাত্মা, ঈশ্বরবাদ, আত্মা, Soul | Rating: 0.0/0
    Total comments: 8
    0  
    1 rajendra   (04-07-2011 8:46 AM) [Entry]
    দাদা আরও বিস্তারিত আলোচনা চাই

    এখানে একটা বিষয় আমাদের জানা দরকার কেন স্বর্গ বা নরকের ধারনা আসল
    কেন আমাদের জীবাত্মার সাথে মিলিত হতে হবে

    কেন জীবাত্নার সাথে মিলনের সুখের পড়েও স্বর্গ নরকের ধারনা দিতে হয়েছে তৎকালীন সমাজে? biggrin biggrin biggrin biggrin

    0  
    4 পদ্মফুল   (05-07-2011 1:03 PM) [Entry]
    একটু সময় করে পরবর্তীতে আপনার প্রশ্নগুলোর আলোচনা করবো।

    0  
    2 শকুন্তলা-দেবী   (04-07-2011 1:00 PM) [Entry]
    ভালো লাগলো পড়ে

    0  
    3 পদ্মফুল   (05-07-2011 1:02 PM) [Entry]
    ধন্যবাদ দিদি,

    0  
    5   (19-09-2011 1:14 PM) [Entry]
    atma and om shobder utpotti kothai?

    0  
    6 rajendra   (13-11-2011 11:24 AM) [Entry]
    anup karmakar দাদা ওঁ শব্দের উতপত্তি ত্রিবেনী তে

    ত্রিবেনী হল আমাদের শরীর এবং মন ও আত্মার অপূর্ব সমন্বয়

    এটা দেহ তত্ত্বের অন্তর্গত

    0  
    7 Hinduism   (14-11-2011 5:57 PM) [Entry]
    সুন্দর, দাদা ধন্যবাদ।

    0  
    8 roman   (01-04-2012 0:34 AM) [Entry]
    নমস্কার উওর দিন
    আপনি লিখেছেন
    "মূল কথা হচ্ছে ঈশ্বর একজন তিনি নিরাকার বা সাকার, আমরা যাকেই ভক্তি বা পূজা করিনা কেন তা সেই ঈশ্বরকেই করা হয়।"
    তাহলে ভাই এর মানে আমাকে পুজা করলেও কোনো অসুবিধা নেই।
    আপনি লিখেছেন
    "আমার বিভিন্ন রুপের মূর্ত্তিকে পুজা করি তা কিন্তু ঈশ্বর থেকে আলাদা মনে করে না, মূর্ত্তির মধ্য দিয়ে ঈশ্বরকেই পূজা করা হয়।"
    কিন্তু বেদ ও উপনিশাদে পরিস্কার বলা আছে ঈশ্বরের মূর্তি নেই তাহলে ঈশ্বরকে কল্পনা করলে কোন ছবি আসবে না।
    আপনি লিখেছেন
    "ঈশ্বরের বিভিন্ন রুপ কল্পনা করে আমরা পূজা করেলেও ঈশ্বর কিন্তু সেই একজনই।"
    বেদ ও উপনিশাদ অনুযায়ী মূর্তি নেই তাহলে ঈশ্বরকে কল্পনা করলে কোন ছবি আসবে না তবুও তা করা হয়।
    আপনি লিখেছেন
    গীতায় ঈশ্বর বলেছেন "যে আমাকে যেভাবে ডাকবে আমি তাকে সেভাবেই ফলদান করব"।
    রিকবেদে একজন ঈশ্বরের ৩৩ টি নাম আছে ওই নামে ডাকেন । বেদের বিরুদ্ধে গিয়ে ৩৩ রকম মূর্তি বানান কেন???
    আপনি লিখেছেন
    "হিন্দু ধর্ম যে কতটা উদার তার প্রমাণ এখানেই পাওয়া যায়। আমি যেভাবে, যেরুপে তাকে ডাকব তিনি সেভাবেই আসবেন তা সে ৩৩ কোটির যে কোন একটা হোক না কেন। "
    হিন্দু ধর্ম আসলেই উদার কিন্তু তা বুঝতে হবে। অনেক হিন্দুই বুঝনা ।

    Only registered users can add comments.
    [ Registration | Login ]