নতুন সাইটে যাচ্ছি আমরা ভাবতেই অনেক অনেক ভালো লাগছে। কিন্তু বর্তমান সাইট টার জন্য ও অনেক খারাপ লাগছে। প্রোগ্রামিং সম্পর্কে ধারণা না রেখেই এই সাইট টাকে ধীরে ধীরে অনেক কষ্টে তৈরী করেছি। নিজের সন্তানের মত ভালবাসা ছুঁয়ে আছে সাইট টাতে। ধীরে ধীরে develop করতে করতে আজকের এই পর্যায়ে এসে সাইট টাকে বিদায় জানাতে হবে। কত সুখের স্মৃতি কত স্বপ্ন জড়িয়ে আছে সাইট কে ঘিরে। অথচ আজ এই সাইটকেই হয়তো বিদায় জানাচ্ছি আমরা।
প্রথম সময় সাইট করে গুগলে শুধু সার্চ দিতাম, কিন্তু আমাদের সাইটের নাম সহজে পেতাম না। কত কত পেইজ এ গিয়ে বের করতে হতো। অথচ আজ গুগলে অনেক বিষয় নিয়ে সার্চ করলে আমাদের এই সাইট এক নম্বরে। (মায়াপুর লিখে সার্চ দিন গুগলে) । বিভিন্ন রিভিউ দানকারী সাইটে যখন দেখি সাইট সম্পর্কে তাদের ইতিবাচক রিভিউ। কি পরিমান যে ভালো লাগে তা বলে বুঝানো যাবেনা। সেদিন একটা সাইটে দেখলাম একটা প্রতিষ্ঠান, তারা বিভিন্ন সাইটের কন্টেন্টের উপর ভিত্তি করে এর মূল্যায়ন করে। তারা আমাদের এই সাইটের মূল্যায়ন করেছে $2700 এর মতো। অনেকে হয়তো এটাকে ভাওতাবাজি বলবেন কিন্তু যাই হোক নিজের বানানো পুতুল ও যদি কেউ ভালো বলে তা শুধু একজন শিল্পী ই বলতে পারে। তবুও নতুন কিছু সব সময় ই স্বাগত জানাতে হয়। আমাদের ও তাই করতে হবে । এটাই প্রকৃতির নিয়ম, আমাদেরকে এভাবেই চলতে হয়। পৃথিবীতে কোন কিছু ই চিরস্থায়ী না। তাই কোনকিছু ধরে আকড়ে থাকা জ্ঞানীর কাজ না। আমরা এটা বুঝি কিন্তু আবার এটাও সত্য মায়ার বাধনে বাধা পরে আছি আমরা। সেটা থেকে মুক্ত হওয়া সহজ কাজ না।
যাই হোক অনেক কথা বললাম। তবে এই সাইট কি করবো এ ব্যাপারে আপনাদের মতামত চাইছি। আমার ভাবনাটা এমন: ১. যদি এভাবেই রাখি: আমরা এখানে কয়েকজন লিখতাম, দুইটা সাইটে লেখা দেওয়া সমস্যা। তাই ধীরে ধীরে এটা ফ্লপ পরে যাবে। আবার আমরা যে একটি প্লাটফর্ম করার কথা বলছি তা দুইটি সাইট হলে বিভক্ত হয়ে যাবে। ২. যদি এটা কেটে দেই: এতদিনের এতভালবাসার একটা সাইট বন্ধ করতে খারাপ লাগছে। ৩. অন্য কোন মতামত: কেউ দিতে পারেন। নতুন সাইটের জন্য সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। পরের পোষ্টে নতুন সাইটে যে সকল ফিচার রেখেছি তা দেব আশা করি আজ রাতেই।