হিন্দু ধর্ম ব্লগ
Main »
2011 » November » 7 » একটি নমস্কারে প্রভু
Added by:
DharmaJuddha
6:52 AM একটি নমস্কারে প্রভু |
রবীন্দ্রনাথ ঠাকুর
রচনাকাল: ২৩ শ্রাবণ ১৩১৭ রবীন্দ্র রচনাবলী (পশ্চিমবঙ্গ সরকার শতবার্ষিকী সং) খণ্ড ২, পৃ ৩০৮ থেকে সংগৃহীত ।
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে।
ঘন শ্রাবণ-মেঘের মতো রসের ভারে নম্র নত একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক্ তব ভবন-দ্বারে।
নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে।
হংস যেমন মানসযাত্রী, তেমনি সারা দিবসরাত্রি একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ-পারে ।
|
Views: 964 |
Added by: DharmaJuddha
| Rating: 0.0/0 |