ধর্ম যার অর্থ হচ্ছে ধারণ করা। সেখানে সবচেয়ে প্রাচীন এই হিন্দু ধর্ম (সনাতন ধর্ম) এতটাই ধারণ করেছে যে তা বর্তমানে বিশালাকার বটবৃক্ষের ন্যায় হয়ে গেছে। আর এই ধর্মের মতাবলম্বীরা আছে এর পাতার শিরায়। অন্ধ যেমন হস্তীদর্শন করে তেমনি আমরা হিন্দু ধর্ম দেখছি এবং যার যা মনে হচ্ছে তেমনি মন্তব্য করছি। বিভিন্ন সময় মুনি, ঋষি ও মহাপুরুষগন বিভিন্ন পথ দেখিয়েছেন, সবই ঈশ্বরপ্রাপ্তির পথ, যে যে পথকে সহজ মনে করেছেন তিনি সেই পথকেই সেরা বলে গেছেন। পক্ষান্তরে ধর্ম বিভিন্ন মত দেওয়া সত্বেও ধর্ম তাদের ত্যাগ করেনি। কারণ এখানে ঈশ্বর ই মূল, পথ নয়। তাই নানান পথের আবর্তনে আমরা সাধারণ মানুষ এখন কোন পথে আছি, তাই জানিনা। আমরা নিজেরাই সঠিক জানিনা তারপরে অন্য ধর্মের কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে, আমরা হাসিমুখে বলি,"ধুর হিন্দু ধর্ম হচ্ছে কুসংস্কারে ভর্তি, এর কোনো মানে আছে নাকি" অথচ সেই প্রশ্নকর্তাকে যদি কোনো প্রশ্ন করেন এবং যদি তার উত্তর তার জানা না থাকে, তাহলে সে অবশ্যই বলবে এটি আমি সম্পূর্ণ নিশ্চিত নই আগামীকাল জেনে আপনাকে জানাব। সে কিন্তু তার ধর্মকে ছোট করবেনা। তারা প্রতিদিন নিজ ধর্ম নিয়ে নাড়াচাড়া করে। একটা কথা তাদের ছোটবেলা থেকেই শেখানো হয় "সকল প্রশ্নের ই উত্তর আছে জানিনা বরে হেরে যাওয়ার চেয়ে প্রয়োজনে অন্যের থেকে জেনে উত্তর দাও।
যাই হোক কথা হচ্ছে আমি কি করছি, কেন করছি সেটা জেনে করতে হবে ,বই এ আছে তাই করতে হবে তা নয়। সকল পথই ঈশ্বরের পথ, ধরুন আপনি বাজার এ যাবেন পথ আছে ৫ টি, আপনি সবগুলো পথেই ৫ মিনিট করে হাটলে আদৌ বাজারে খুজে পাবেন কিনা সন্দেহ। কিন্তু একটি নির্দিষ্ট পথ ধরে হাঁটলে একসময় ঠিকই খুজে পাবেন। পরের বার না হয় অন্য পথে আবার যাবেন। এখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে বাজার, পথ মুখ্য নয়। যদিও এসকল ধর্ম বিষয়ে খুব বেশি জ্ঞান নাই, তবুও সাহস করে হিন্দু ধর্মের মূল মত, পথ ও দর্শনের উপর সহজ ভাষায় কিছু লিখার ইচ্ছা পোষন করছি, যারা জানেন না তারা ধর্ম সম্পর্কে জানুন কারণ এই ধর্মের মাঝে অনেক লুকানো জিনিস আছে। হেলায় ফেলায় ধর্মকে ছোট করবেন না। আর যারা জানেন তাদের কাছে আবেদন যতটা সম্ভব শেয়ার করুন। দেখি শুরু করে কেমন হয়
আর সকল ধর্মের প্রতি সম্মান রেখে ও আস্তিক/নাস্তিক সবাইকে বিনীত ভাবে বলছি গঠন মুলক মন্তব্য করবেন এবং প্রয়োজনে যুক্তি দেখাবেন ধন্যবাদ