n ঝিনাইদহে গণধর্ষণের শিকার নামযজ্ঞশিল্পী, ৩ ধর্ষক গ্রেপ্তার - 20 October 2011 - হিন্দু ধর্ম ব্লগ - A Total Knowledge Of Hinduism, সনাতন ধর্ম Hinduism Site
Friday
19-04-2024
8:28 AM
Login form
Search
Calendar
Entries archive
Tag Board
300
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Hinduism Site

    হিন্দু ধর্ম ব্লগ

    Main » 2011 » October » 20 » ঝিনাইদহে গণধর্ষণের শিকার নামযজ্ঞশিল্পী, ৩ ধর্ষক গ্রেপ্তার Added by: rajendra
    11:12 PM
    ঝিনাইদহে গণধর্ষণের শিকার নামযজ্ঞশিল্পী, ৩ ধর্ষক গ্রেপ্তার
    ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দারতলা গ্রামে বুধবার গভীর রাতে গণধর্ষণের শিকার হয়েছেন এক নামযজ্ঞশিল্পী।

    এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হচ্ছে হরিনাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের পেশকার আলী ম-লের ছেলে মোস্তফা, একই গ্রামের রুস্তম আলী ম-লের ছেলে লিটন ও মানিকের ছেলে রাজন।

    হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা ওই শিল্পী হরিনাকুন্ডু শহরের চিথলীয়াপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বুধবার রাতে ঝিনাইদহ শহরে নামেন।

    রাতে তিনি যাত্রী পরিবহন আলমসাধুযোগে হরিনাকুন্ডুর উদ্দেশে রাওনা হন। আলমসাধুটি মান্দারতলা এলাকায় পৌঁছুলে ৬/৭ জন বখাটে চালককে ভয়ভীতি দেখিয়ে ওই শিল্পীকে জোরপূর্বক নামিয়ে নেয়। এরপর তাকে মান্দারতলা গ্রামের আক্কাস আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষণ করে।

    বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ধর্ষিতাকে উদ্ধার করে রাতেই তাকে হরিনাকু-ু থানায় পৌঁছে দেয়।

    ধর্ষিতা নিজে বাদী হয়ে রাতেই হরিনাকুন্ডু থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

    বৃহস্পতিবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেপ্তার করে।

    ওসি জানান, ধর্ষণ ঘটনায় আরও ৩/৪ জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

    তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আবুল খায়ের।
    Views: 739 | Added by: rajendra | Tags: hindu women raped in jhinaidaha, bangladeshi hindu raped | Rating: 0.0/0
    Total comments: 0
    Only registered users can add comments.
    [ Registration | Login ]